তোমার-আমার বাংলাদেশ


অভিনন্দন আমার বাংলাদেশ!
অনেক রক্ত বিনিময়ে পেয়েছি তোমাকে।
বাংলা বর্ণমালার দেশ
তোমার-আমার বাংলাদেশ।
সুদূর শহীদ দ্বীপ থেকেও শোনা যায়
তোমার সুরেলা কন্ঠ -
শুনি তোমার মর্মস্পর্শী ইতিহাস।
অন্তরালে কানাকানির মেলা
অসহনীয় বাকদ্বন্দ্ব -
বাঁধভাঙার খেলায় প্রবীণ সাবধানী জুজুর কথা:
'ওরা তো ওরাই -নিরাপদ দূরত্বই শ্রেয়'।
বুড়ো নীতিকথায় শায় দিলেনা মন
তাই ছুটে আসা -
উত্তরে শীতের শিহরণ,দূর্গম পথযাত্রী
ফাল্গুনের আগাম বার্তা... বাকিটুকু পড়ুন









