রোদ এবং শীতে
জলের চেয়েও রোদ ভালো লাগে
তবুও ছুঁইতে গিয়েছি জলকে!
রোদ বলে আমি বড়ই আরাম
আমি ছাড়া তোর আপন বল কে?
এ কথা সত্য তবুও যে ভাই
জলের ও সাথে মিশতে হইবে!
অনুরোধ রাখা আর গেলো কই
ভিজিয়ে এখন রোদে শুকাইবে।
তোদের চেহারা বদলাতে থাকে
দখল করার কুশলে হুমকি?
কিছু দিন আগে রোদ তুমি ভাই
পৃথিবীর পীঠ পুড়েছো কমকি?
আজ তুমি সাধু... বাকিটুকু পড়ুন










