মিলন মন্ত্র

হিন্দু আমি, মুসলিম আমি,
ধন্য মায়ের একি সন্তান।
তীর্থের শঙ্খ বাজে বুকে,
আজানের সুরে জাগে প্রান।
একই মাটির গড়া শরীর,
একই রক্ত ধারা।
ধর্মের নামে বিভেদ শুধু,
মানবতা হয় হারা।
কেন রক্তে আঁক ঝান্ডা,
কেন দ্বন্দ্বের এই গান?
ভালোবেসে মিলি সবাই,
মুছে দিয়ে সব অপমান।
গীতা-কোরআন একই বাণী,
শান্তি, প্রেমের আহ্বান।
কেউ কৃষ্ণ, কেউবা মোহাম্মদ,
সৃষ্টি প্রভুর, একি প্রাণ।
এসো হে বন্ধু,
হাতে রাখো হাত,
ভাঙি বিভেদের... বাকিটুকু পড়ুন








