দিনগুলো
কাল রাতে ঘুমন্ত এক শহরে জেগে উঠলাম
বসন্তের বিশুষ্ক বাতাসে উড়ে চলা কাগজ
আমি হাঁটছি রাস্তায় আঁচড় না ফেলে
ভরা পূর্ণিমায় শিমুল তুলা আকাশ থেকে পড়ছে ঝরে
শরীরে মেখেছি মায়ার আবির
হাজার মাইল দূরে হাজার দিন দেখেছি কত
ঘর ছাড়া পাখির চোখে এই রাস্তা
নেই কেউ অথচ আছে সকল পরিচিত জন
মিস্টি আতরের সৌরভ... বাকিটুকু পড়ুন











