=ভালোবাসার যোগ বিয়োগ=

০১। দুষ্ট প্রেমের মিষ্টি মায়ায়, পড়ুক তোমার মন,
বাসবে ভালো আমার মত করো এমন পণ
প্রিয় তুমি হবে আমার, মনে প্রেম শিহরণ,
মনটা ব্যথায় হলে ভারী, করিয়ো স্মরণ।
ভালোবাসি বলো চুপে, এত ক্যান্ দ্বিধা,
এই এখনি মনের বিষাদ, জানাও আলবিদা।

০২। মায়া দয়া কম কী মনে, ভাবি তোমায় বসে,
তোমায় নিয়ে স্বপ্ন বুনলে, প্রেম অভাবে ধ্বসে,
মিছে... বাকিটুকু পড়ুন










