শিরোনামহীন পঙক্তিমালা- ০২
ভিতরে ভিতরে সবই যেন শেষ হয়ে যাচ্ছে,
কেউ গিটারের তার ছুঁয়ে গান থামিয়ে দেয়;
কেউ খাতা-কলম রেখে কবিতার ছন্দ হারায়,
জল রঙের ক্যানভাস ফিকে হয়ে মাটিতে লুটাচ্ছে।
কেউ রঙিন শাড়ি, পাঞ্জাবি ছুঁড়ে ফেলে
বিবাগী হয়ে যাচ্ছে;
প্রেমের হাত ধরাতে আজ প্রতারণার ফাঁদ,
মৃত্যুর খাঁটিয়াতে নেই স্বজনের কাঁধ,
হৃদয়টা আজ নির্জন দ্বীপ হয়ে যাচ্ছে।
প্রেয়সীর ফোনে এখন চুপচাপ সুর;
দেখা... বাকিটুকু পড়ুন





