
উৎসর্গ: ব্লগার শূন্য সারমর্ম।
শূন্যতায় ভেঙ্গে পড়ে কত শত মন,
আবার শূন্য থাকেই গড়ে কেউ পাহাড়সম ধন!
শূন্য শুধু শূন্য নয়, শূন্যের শক্তি অসীম,
যদি সে বসতে পারে, জায়গামত আসীন!
শূন্য থেকে সৃষ্টি হলো, শূন্যেরও মহাশূন্য,
দেখো, এই শূন্যের কাছে তুমি আমি কতখানি নগন্য!
প্রকৃতি নাকি গোস্বা করে রাখতে কোনো শূন্যতা,
অথচ বিচিত্র এই শূন্য থেকেই তাহার আজকের পূর্ণতা!
অর্থের মাঝে শূন্য খুজে,আছে এমন বহুজন,
শূন্য হৃদয়ে বেঁচে আছে, নিজের কত আপনজন!
শূন্য থেকে মায়ের গর্ভে, তৈরি হলো যে জীবন,
কত শত পাপ পুণ্যে, বোঝাই হলো এই ভুবন!
অংকের ফল শূন্য হলে, যায় না বলা ভুল,
জীবনের ফল শূন্য হলে, হারায় দুটি কুল!
যে ডিভাইসে পড়ছো তুমি, শূন্যের কথা যত,
সেখানেও চলছে খেলা শূন্য একের তত!
অণু...
...বাকিটুকু পড়ুন