somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই সব ব্লগার...

০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :সামহোয়্যারইনব্লগ শুরুর পর প্রায় ১৮ বছর কেটে গেছে; শিশু থেকে সামহোয়্যারইনব্লগ এখন প্রাপ্ত বয়স্ক। এত দীর্ঘ সময় কোনো ব্লগ শুধু না, অনেক পত্রিকাও টিকে থাকতে পারে না। সুতরাং আঠারো বছর সময় পার করাটা সামুর উজ্জ্বল অর্জন বলাই যায়।

এই অর্জনের ভাগীদার সামুর ব্লগাররাও; সামুর ব্লগাররা, যারা শুরু থেকে একটানা সামু ব্লগে থেকেছেন, যারা মাঝে বিরতি দিয়ে আবার ফিরে এসেছেন,যারা অতীতে অনেক সময় সামুতে ব্যয় করেছেন কিন্তু এখন সামুতে আসেন না এবং যারা নতুন এসেছেন, এরা সকলেই। এই দীর্ঘ সময়ে অনেক ব্লগার সামু ছেড়ে চলে গেছেন, কিন্তু আবার কিছু ব্লগার আছেন যারা নিজেদের জীবনে নানা কর্মব্যস্ততা, নানা পরিবর্তন ও অসুস্থতার মধ্যে দিয়ে গেলেও অনেক বছর ধরে একটানা সামু ব্লগে রয়ে গেছেন। এদের সংখ্যাও খুব কম নয়। এমন অবিরাম ব্লগারদের মধ্যে থেকে যারা একটানা অন্তত একযুগ ধরে আছেন, তারা কচ্ছপ ব্লগার এবং তাদের একটা তালিকা করলাম। (অবশ্য আরও অনেকে থাকতে পারেন তালিকার বাইরে।) এর চাইতে কম সময় একটানা সামুতে আছেন যারা তাদের তালিকা দিতে গেলে খুব বড় হয়ে যাবে, তাই দিলাম না।

কচ্ছপ ব্লগার ছাড়া সামুতে একজনকে আমার বিশিষ্ট ব্লগার বলে মনে হয়, তার নাম শায়মা! পনের বছরের বেশি সময় ধরে ডজন খানেক বা তারও বেশি নিক নিয়ে আনন্দমূলক, জ্ঞানমূলক, গল্পমূলক, ছবিতামূলক ইত্যাদি অনেক ধরনের অনেক পোস্ট দিয়ে, বাংলা ভাষায় নতুন শব্দ উদ্ভাবন করে, ক্যাচালে জড়িয়ে ক্যাচালের শেষে সবসময় বিজয়ী হয়ে, শায়মা এই ব্লগে এক অনন্য ব্লগার!

আমার তালিকায় আসি! একটানা অন্তত এক যুগ ধরে ব্লগিং করছেন, এমন ব্লগারদের খুঁজতে গিয়ে দেখলাম, অনেকেই আছেন যারা কয়েক বছর অনুপস্থিতির পর ফিরে এসে আবার ব্লগিং করছেন। তাই যারা অন্তত ১৫ বছর ধরে ব্লগিং করছেন, এবং মাঝে তিন বছর অনুপস্থিত ছিলেন, তাদেরকেও আমি ১২ বছর ব্লগিং করেছেন বলে ধরে নিচ্ছি।

ব্লগিং বয়স যাদের সতের বছরের বেশি:

১) নতুন: ১৭বছর ৮ মাস। প্রথম পোস্ট দিয়েছেন ফেব্রুয়ারি ২০০৬। তারপর এত বছর ধরে আছেন সামুর সাথে।
view this link

২) শ।মসীর : ১৭ বছর ৮ মাস। প্রথম পোস্ট দিয়েছেন ফেব্রুয়ারি ২০০৬। মাঝে ২০০৭ সালে কোন পোস্ট দেননি, বাকি সব বছরেই পোস্ট আছে।
view this link

৩) ইফতেখার ভূইয়া: ১৭ বছর ৪ মাস। প্রথম পোস্ট দিয়েছেন জুন ২০০৬। এরপর থেকে প্রতি বছর তিনি পোস্ট দিয়ে গেছেন।
view this link

৪)সুমেরু: ১৭ বছর ৪ মাস। মাঝে বিরতি দিয়ে ইনি ফিরে এসেছেন। view this link

ব্লগিং বয়স যার ষোল প্লাস:

৫) বক: ১৬বছর ১১ মাস। দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছেন।
view this link

যদিও এই ১৬ বছর ১১ মাস একটানা ব্লগে ছিলেন না, তবু সিক্সটিন প্লাস ব্লগার একমাত্র বককেই পেয়েছি!

পনের বছর পার করেছেন যারা:

*) পদ্মপুকুর: ১৫ বছর ১০মাস। প্রথম পোস্ট দিয়েছেন জানুয়ারি ২০০৮, তারপর ২০১৩ বাদে ২০২১ সাল পর্যন্ত একটানা ছিলেন। ২০২১ থেকে উধাও ছিলেন, আজ আবার পদ্মপুকুরকে দেখতে পেয়ে আমি আনন্দিত!!
view this link

৬) রেজা ঘটক: ১৫ বছর ৯ মাস। প্রথম পোস্ট দিয়েছেন জানুয়ারি ২০০৮, তারপর থেকে এই বছর পর্যন্ত অবিরাম পোস্ট দিয়ে চলেছেন।
view this link

৭) সোহানী: ১৫ বছর ৯ মাস। প্রথম পোস্ট দিয়েছেন জুন ২০০৮। ব্লগিং বিরতি ২০১০ আর ২০১১ সাল।
view this link

৮) জুলিয়ান সিদ্দিকী: ১৫ বছর ৬ মাস। প্রথম পোস্ট মে ২০০৮, তারপর থেকে প্রতিবছর তিনি সামুতে উপস্থিত আছেন।
view this link

৯) মুক্ত মানব: ১৫ বছর ৮ মাস। ২০০৯, ২০১২, আর ২০২০ সালে ব্লগে ছিলেন না।
view this link

১০) শাহাবুদ্দিন শুভ: ১৫ বছর ৫ মাস। প্রথম লিখেছেন মে ২০০৮, তারপর থেকেই ব্লগে আছেন একটানা।
view this link

১১) বিদ্রোহী ভৃগু: ১৫ বছর ৩ মাস। প্রথম পোস্ট দিয়েছেন জুলাই ২০০৮, তারপর থেকে প্রতিবছর অন্তত একটি পোস্ট দিয়েছেন।
view this link

১২) অপসরা: ১৫ বছর ৩ মাস। প্রথম পোস্ট জুলাই ২০০৮, কিন্তু ২০১৯,২০২০ আর ২০২১ সালে কোনো পোস্ট নেই!!
view this link

১৩) বিডি আইডল: ১৫ বছর ৩ মাস। প্রথম পোস্ট সেপ্টেম্বর ২০০৮, তারপর থেকে সব বছরেই আছেন।
view this link

১৪) সোনাবীজ; অথবা ধুলোবালিছাই: ১৫ বছর দুই মাস। প্রথম পোস্ট আগস্ট ২০০৮, তারপর থেকে একটানা সামুতে আছেন। view this link

১৫) এ.টি.এম.মোস্তফা কামাল: ১৫ বছর ২মাস। প্রথম পোস্ট দিয়েছেন সেপ্টেম্বর ২০০৮, তারপর থেকে একটানা সামুতে আছেন।
view this link

যারা ১৪ প্লাস বছর ধরে ব্লগে আছেন:

১৬) হাসান মাহবুব: ১৪ বছর ১১ মাস। প্রথম পোস্ট দিয়েছেন নভেম্বর ২০০৮, তারপর থেকে একটানা আছেন।
view this link

১৭) শেরজা তপন: ১৪ বছর ১১মাস। প্রথম পোস্ট ডিসেম্বর ২০০৮, মাঝে ২০১৭ আর ২০১৯ দু'বছর বাদ দিয়ে ২০০৮ থেকেই আছেন।
view this link

১৮) নীল- দর্পণ: ১৪ বছর ১০মাস, প্রথম পোস্ট ডিসেম্বর ২০০৮, ছিলেন না শুধু ২০১৯ সালে।
view this link

১৯) লাইলী আরজুমান খানম লায়লা: ১৪ বছর ৯মাস, প্রথম পোস্ট মার্চ ২০০৯, ছিলেন না ২০২০ সালে।
view this link

২০) ফয়সাল রকি: ১৪বছর ৩ মাস। প্রথম পোস্ট জুলাই ২০০৯, ছিলেন না ২০১৩, ২০১৪ সালে।
view this link

২১) রোকসানা লেইস: ১৪ বছর। প্রথম পোস্ট অক্টোবর ২০০৯, তারপর থেকে একটানা ব্লগিং করছেন এত বছর ধরে।
view this link

তেরো বছর ধরে ব্লগিং করছেন:

২২) মরুভূমির জলদস্যু: ১৩ বছর ১১ মাস। প্রথম পোস্ট ফেব্রুয়ারি ২০১০, তারপর থেকে আজ অবধি একটানা আছেন, দেড় হাজারের বেশি পোস্ট দিয়েছেন।
view this link

২৩) কাবুলিওয়ালা: ১৩ বছর ১১ মাস। প্রথম পোস্ট নভেম্বর ২০০৯, এরপর ২০১৮ এবং ২০২০ সালে বাদে বাকি সব বছরগুলোতে পোস্ট দিয়েছেন, কিন্তু তার মোট পোস্ট ২৫!
view this link

২৪) শ্মশান ঠাকুর: ১৩ বছর ১১ মাস। প্রথম পোস্ট নভেম্বর ২০০৯, এরপর থেকে একটানা এবছর অবধি ২৭৫টি পোস্ট করেছেন, কিন্তু মন্তব্য করেছেন মোট ৮০টি!!
view this link

২৫) রাজীব নুর: ১৩ বছর ১০ মাস। প্রথম পোস্ট ডিসেম্বর ২০০৯, তারপর প্রতিবছরই পোস্ট দিয়েছেন।
view this link

২৬) বুবলা: ১৩ বছর ১০ মাস। প্রথম পোস্ট আগস্ট ২০১১, তারপর থেকে প্রতিবছরই পোস্ট দিয়েছেন, কিন্তু মোট পোস্ট সংখ্যা ৩৫!
view this link

২৭) জুন: ১৩ বছর ৮ মাস। প্রথম পোস্ট ফেব্রুয়ারি ২০১০, তারপর থেকে অবিরত লিখছেন।
view this link

২৮) রিম সাবরিনা জাহান সরকার: ১৩ বছর ৮ মাস। যদিও বিরতি আছে, কিন্তু মনে হলো তালিকায় তার নাম দিতে ইচ্ছা হলো।
view this link

২৯) শায়মা: ১৩ বছর ৭ মাস। প্রথম পোস্ট মার্চ ২০১০, তারপর থেকে কুইক মার্চ করে এগিয়ে চলা!
view this link

৩০) কলাবাগান১: ১৩ বছর ৭ মাস। প্রথম পোস্ট জুন ২০১০, তারপর থেকে বিরামহীন ভাবে প্রতিবছর পোস্ট দিয়েছেন।
view this link

*৩০) মোস্তফা সোহেল: ১৩ বছর ৭ মাস। প্রথম পোস্ট জুন ২০১০। ২০১১, ২০১২ সালে কোনো পোস্ট নেই, কিন্তু এই ব্লগার নিয়মিত ভাবে অন্যের পোস্টে মন্তব্য করে চলেছেন।
view this link

৩১) মোহাম্মদ সাজ্জাদ হোসেন: ১৩ বছর ৭ মাস। প্রথম পোস্ট মার্চ ২০১০, তারপর থেকে শুধু ২০২১ বাদে বাকি বছরগুলোতে পোস্ট করেছেন।
view this link

৩২) আমি তুমি আমরা: ১৩ বছর ৪ মাস। প্রথম পোস্ট জুন ২০০৯, তারপর থেকে প্রতিবছর তার পোস্ট রয়েছে।
view this link

৩৩) মোস্তফা সোহেল: ১৩ বছর ৪ মাস। প্রথম পোস্ট জুন ২০১০, তারপর থেকে ২০১১ এবং ২০১২ বাদ দিয়ে প্রতিবছর পোস্ট দিয়েছেন।
view this link

৩৪) হাসান কালবৈশাখী: ১৩ বছর ২ মাস। প্রথম পোস্ট আগস্ট ২০১০, সেই থেকে আজ অবধি ব্লগে নিয়মিত।
view this link

বারো বছর ধরে ব্লগিং করছেন যারা:

৩৫) কাজী ফাতেমা ছবি: ১২ বছর ১১ মাস। প্রথম পোস্ট নভেম্বর ২০১০, তারপর থেকেই ব্লগে আছেন নিয়মিত ভাবে।
view this link

৩৬) আহমেদ জী এস: ১২ বছর ৭ মাস। প্রথম পোস্ট মার্চ ২০১১, তারপর থেকে প্রতিবছর তার পোস্ট রয়েছে।
view this link

৩৭) মোস্তফা কামাল পলাশ: ১২ বছর ৭ মাস। প্রথম পোস্ট জুলাই ২০১১, বিরতিহীন লিখে যাচ্ছেন।
view this link

৩৮) গিয়াস উদ্দিন লিটন: ১২ বছর ৬ মাস। প্রথম পোস্ট এপ্রিল ২০১১। তারপর থেকে ব্লগে আছেন বিরতিহীনভাবে।
view this link

৩৯) রানার ব্লগ: ১২ বছর ৫ মাস। যদিও পোস্ট আছে ২০১৩ থেকে, মাঝে ২০১৫ তে কোন পোস্ট নেই, বাকি সব বছরে আছে।
view this link

৪০) অপু তানভীর: ১২ বছর ৩ মাস। প্রথম পোস্ট আগস্ট ২০১১, অবিরাম লিখে যাচ্ছেন সেই থেকে।
view this link

৪১) প্রামানিক: ১২ বছর ১ মাস। প্রথম পোস্ট সেপ্টেম্বর ২০১১, তারপর থেকে ব্লগে নিয়মিত আছেন।
view this link

======≠===============================================================

অনেকে চুপচাপ অলক্ষ্যে সামু ছেড়ে চলে গেছেন। আবার কেউ কেউ ঘোষণা দিয়েই গেছেন। কেউ কেউ আছেন যারা তালিকায় নেই, কিন্তু তারা ব্লগে প্রায়ই আসেন। এমন দুজনের একজন ডঃ বাহারুল ইসলাম। কয়েকদিন আগে তাকে লগইন করা দেখে তার ব্লগ পরিসংখ্যান দেখতে যাই। দেখলাম ১৪ বছর একমাস ধরে ব্লগিং করছেন, এই ১৪ বছরে তিনি মন্তব্য করেছেন ৩টি, মন্তব্য পেয়েছেন ৪টি এবং পোস্ট দিয়েছেন ৫টি। ভালো লাগলো দেখে যে তিনি এখনো ব্লগে আসেন!
view this link

দ্বিতীয়জন লীনা দিলরুবা। ব্লগিং পরিসংখ্যানে দেখা যাচ্ছে তিনি ১৪ বছর ১১ মাস এই ব্লগে আছেন। পোস্ট সংখ্যা শূন্য, মন্তব্য সংখ্যা ৬৩১১! মাঝে মাঝেই তাকে লগইন অবস্থায় দেখা যায়। এই পোস্ট যদি লীনা দিলরুবার চোখে পড়ে, তাহলে দয়া করে মন্তব্য সংখ্যা ৬৩১২ করুন, জানিয়ে যান যে কেন নিয়মিত উপস্থিত থেকেও আপনি নীরব ব্লগার হয়ে গেলেন!

চমৎকার সব পোস্ট লিখে উধাও হয়ে যাওয়া আরেকজন ব্লগারকে আমি মিস করি। লগইন করা না দেখলেও আমি নিশ্চিত জানি যে ব্লগের সব পোস্ট তার পড়া হয়, তাই এই পোস্ট দিয়ে তাকে অনুরোধ করছি আবার ফিরে আসার জন্য । সাড়ে চুয়াত্তরের গতকালের পোস্টে বলা হয়েছে যে নারী ব্লগারেরা সাম্প্রতিক ঘটনা এবং রাজনীতি এড়িয়ে চলেন, অথচ এইসব বিষয়ে চঞ্চল হরিণী নিকের এই ব্লগারের লিখা গুলো চমৎকার ছিল! এমন আর কারো লেখা চোখে পড়েনি! চঞ্চলা হরিণীর লিঙ্ক: view this link

এই পোস্ট নিবেদিত হলো ব্লগের সেইসব হাউকাউ ব্লগারের উদ্দেশ্যে, যারা সামু ব্লগে কোন ব্লগারের কী অবদান আছে কেবলই তার হিসাব চাইতে থাকেন!!
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৩
৭৮টি মন্তব্য ৭৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুরান্ত অব্যবস্থাপনার কারনে সৃষ্ট অগ্নিকান্ডকে দূর্ঘটনা বলা যায় না

লিখেছেন ঢাবিয়ান, ০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৫:০১

গত ডিসেম্বরে দেশে বেড়াতে গিয়ে '' কাচ্চি ভাই'' রেস্টুরেন্ট এর বিখ্যাত বিরিয়ানি খেতে গিয়েছিলাম। তাদের বিরিয়ানি , রোস্ট , বোরহানি , ফিরনি খেয়ে খুবই ভাল লেগেছিল। খুবই সুস্বাদু ছিল প্রতিটা... ...বাকিটুকু পড়ুন

আমার নানীর স্মরণে।

লিখেছেন নাহল তরকারি, ০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৫:০৪

এটা আমার নানার বাড়ি। নানা নানী এই ব্লিডিং এ থাকতেন।আমার নানী মারা যান গত ১৪ ই ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ। তিনি শ্বাস কষ্টের জন্য গত ৩১ জানুয়ারি... ...বাকিটুকু পড়ুন

হিন্দু না ওরা মুসলিম-- ঐ জিজ্ঞাসে কোনজন!

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা মার্চ, ২০২৪ রাত ৯:৫১


গতকাল বেইলি রোডের অগ্নিকাণ্ডে মেয়েটির অকালমৃত্যু হলেও, এখনও তার লাশ পড়ে আছে মর্গে!

প্রথম দেখায় মনে হয় মেয়েটা সাউথ ইন্ডিয়ান কোনো নায়িকা। হাতের লাল সুতা দেখে মনে হয় সে হিন্দু।... ...বাকিটুকু পড়ুন

রম্য : অষ্টমঙ্গলা !

লিখেছেন গেছো দাদা, ০১ লা মার্চ, ২০২৪ রাত ১১:৩৬

চায়ের দোকানের ঠেকে বসে কয়েকজন ব্যাচেলর ছেলে বিয়ের কিছু সামাজিক নিয়মনীতি নিয়ে আলোচনা করছিল। ভোম্বলদা তখন পাশের পাড়ার ভাটিখানা থেকে আকন্ঠ মদ গিলে ফিরছিল। ভোম্বলদাকে দেখামাত্রই সবাই ঠেকে টেনে... ...বাকিটুকু পড়ুন

সাম্প্রদায়িকতা-অসাম্প্রদায়িকতা সংখ্যাগরিষ্ঠতা-সংখ্যালঘিষ্ঠতা ভেদে ভিন্ন হয়

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০২ রা মার্চ, ২০২৪ সকাল ১১:৪৬


কাজী নজরুল ইসলামের একটা গান আছে দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার! গানটায় দুটো লাইন এমনঃ ''হিন্দু না ওরা মুসলিম?" ওই জিজ্ঞাসে কোন জন?... ...বাকিটুকু পড়ুন

×