
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর গাজা যেন হয়ে উঠেছে নতুন নরকের নাম। ইসরায়েলি দখলদার বাহিনী যেন মানুষের জন্মের পর থেকে যত হিংস্রতা আছে তার সর্বোচ্চ প্রয়োগ দেখাচ্ছে গাজা এবং ফিলিস্তিনে। তাদের প্রশ্ন করলে উত্তর সেই আগের মতোই - "আমরা আমাদের নাগরিকদের সুরক্ষা ও জিম্মি থেকে মুক্তির জন্য গাজায় হামলা চালাচ্ছি।"
কিন্তু আসল বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র-ইসরায়েল মিলে গাজাকে ফিলিস্তিনি মুক্ত করে সেখানে তাদের ব্যবসা এবং ইসরায়েলিদের জন্য বসতি স্থাপন করবে। অকারণে ফিলিস্তিনিদের বাপ-দাদার জায়গা কেড়ে নিয়ে অন্যদের বসতি স্থাপনের মতো নিকৃষ্ট কাজ আর কিছু হতে পারে না। ইসরায়েল পানি, খাবার, ওষুধ - সবভাবেই মারছে ফিলিস্তিনিদের। যে শিশু আজকে ফিলিস্তিনে জন্মাচ্ছে সেও যেন ইসরায়েলের চোখে হামাস। হামাসের আতঙ্কে ইসরায়েল দিশেহারা হয়ে গেছে। আসলে সেটা হামাস না - এটা সেসব ফিলিস্তিনিদের ভূত যাদের নির্বিচারে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী।
রিলিফের খাবার নিতে গেলে সেখানেও চলছে গুলি করে মানুষ হত্যা। এ যেন বাস্তব দুনিয়ার স্কুইড গেম। ইসরায়েলি দখলদার বাহিনী তাদের সামরিক প্র্যাকটিস চালাচ্ছে ফিলিস্তিনিদের হত্যা করে। কেবল এখন রেড ওয়াইনের জায়গায় ফিলিস্তিনিদের রক্ত খাওয়া বাকি আছে। পশু-পাখির মাংস খাওয়ার পরিবর্তে ফিলিস্তিনি শিশুদের শরীরের মাংস। ভালো রক্ত ও মাংস পাওয়ার জন্য হলেও ভুখা মানুষ গুলোকে তিন বেলা পেটপুরে খেতে দিক। ফিলিস্তিনের মানুষেরা যাতে ভাবতে পারে দুনিয়ায় একদিনের জন্য হলেও তিনবেলা পেট পুরে খেয়েছি।
আরব বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের ভয়ে সবগুলো বিবি নিয়ে ফুর্তি করছে। আফগানিস্তানের মতো দেশ যারা নিজেকে ইসলামিক আমিরাত বলে তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। প্রতিবাদ যা হচ্ছে সব হইতেসে পশ্চিম থেকে। এসব দেখলে বারবার মনে পড়ে ভূপেন হাজারিকার সেই গান - "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?"
আজকের বিশ্বে সেই সহানুভূতি কোথায়? মানবতা কোথায়? নাকি শক্তিশালীদের কাছে দুর্বলের জীবনের কোনো মূল্যই নেই? গাজার প্রতিটি শিশু, প্রতিটি মা, প্রতিটি বৃদ্ধ - তারা কি মানুষ নয়? তাদের বাঁচার অধিকার কি নেই? ভূপেন হাজারিকার গানের সেই আহ্বান আজ আরো বেশি প্রাসঙ্গিক। কিন্তু প্রশ্ন হলো - কে শুনছে সেই আহ্বান? বিশ্ব কবে জেগে উঠবে এই অন্যায়ের বিরুদ্ধে?


সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




