somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

~~ব্লগ- ২০১৭~~ জরীপ ও প্রাপ্ত ফলাফল ও আমার স্বজনপ্রীতিমূলক প্রাপ্তিগুলি

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি বেশ কয়েক বছর ধরেই আমার এই প্রিয় ব্লগটিতে পাওয়া প্রতি বছরের নতুন মুখ গুলো এবং অবশ্য অবশ্য আমার প্রিয় বা বেশি জানা শোনা মানুষগুলোর নাম ও লেখাগুলি বছর শেষে আমার ব্লগের পাতায় একই সুতোর গেঁথে রাখি। এ বছরে আমার হঠাৎ জানতে ইচ্ছে হয়েছিলো আমার মত অন্যদেরও নতুন ব্লগার বা প্রিয় ব্লগার বা এই ব্লগের লেখকগুলিকে নিয়ে ভাবনাটা ঠিক কেমন।

তাই গত ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১২ এ একটি ব্যাক্তিগত ব্লগীয় জরীপ পোস্ট পাবলিশ করি এবং খেলা ছলে শুরু করলেও অনেকেই এই খেলায় অংশ নিয়ে নেয়। তারই পরিপ্রেক্ষিতে এবারের ব্লগ-২০১৭ পোস্টটি। ব্লগে নাই নাই করেও ব্লগের প্রাপ্তি বা ব্লগের সফলতা আজও আমার কাছে কম নয়। সে বিষয়টিকে মাথায় রেখেও ২০১৭ এর প্রাপ্তিগুলি পোস্টাবদ্ধ করে রাখার ইচ্ছা ছিলো আর কি। সে যাই হোক আমি সকলের কাছেই আমি জানতে চেয়েছিলাম তাদেরও মনের কথাগুলি। যেমন-

১। কারা কারা এ বছরে পদার্পন করে সকলের মন জয় করে নিয়েছে। ( ৫ জনের নাম)

ক) তাদের অন্তত একটি করে সেরা লেখার নাম ও ব্লগ লিংক
খ) লেখাগুলি সেরা মনে হবার অন্তত ১-৩টি কারণ
গ) সেরা লেখার মানদন্ড কি মনে হয়( যদি জানা থাকে বা ভাবতে ইচ্ছে করে ) এবং সেই মানদন্ড আপনার প্রিয় লেখকের লেখায় আছে কিনা? ( অপশন্যাল)

২। পুরাতন লেখকদের মানে ২০১৭ এর আগের যে কোনো ব্লগারদের ....

ক) সেরা ১-৩ টি লেখা ( ব্লগ নিক/ লিঙ্ক ও লেখার নাম ও পরিচয় মানে লিঙ্ক)
খ) লেখাগুলি সেরা মনে হবার অন্তত ১-৩টি কারণ
গ) সেরা লেখার মানদন্ড কি মনে হয়( যদি জানা থাকে বা ভাবতে ইচ্ছে করে ) এবং সেই মানদন্ড আপনার প্রিয় লেখকের লেখায় আছে কিনা? ( অপশন্যাল)

প্রথমে মজা করে এই পোস্টটি পাবলিশ করলেও পরে সিরিয়ালীই মনে হয় বেশ সাড়া পেলাম ----
তাই নিয়ে সাজালাম আমার ব্লগ- ২০১৭...


যাইহোক, দেখা গেছে ২০১৭ এর শুরুর দিকের চেয়ে শেষের দিকে আসা কিছু নতুন নিক এবং তাদের লেখাগুলিই আমার মনে হয়েছে বেশি উঠে এসেছে পাঠক জরীপে-


নতুনদের মাঝে

মলাসইলমুইনা ভাইয়া - কুঁড়ের বাদশা, খায়রুল আহসানভাইয়া,আখেনাটেন, মৌমুমু, ফরিদ আহমেদ, উম্মে সায়মা, মনিরা সুলতানা মাইনুল ইসলাম আলিফ , কাল্পনিক ভালোবাসা, নতুন নকিব এবং আমিসহ অনেকেই তার কথা বলেছেন। মাত্র ৪ মাসে ব্লগে ভাইয়ার লেখাগুলি, তার সুচিন্তিত মতামত ও পরিপক্ক সহনশীল আচরণ একজন যথার্থ ব্লগারের দৃষ্টান্ত রেখেছে।
মলাসইলমুইনা
পোস্ট করেছেন: ২৪টি
মন্তব্য করেছেন: ২৩৯৯টি
মন্তব্য পেয়েছেন: ১০৪৭টি
ব্লগ লিখেছেন: ৪ মাস ১ সপ্তাহ
অনুসরণ করছেন: ১ জন
অনুসরণ করছেন: ১৪ জন

কঙ্কাবতী রাজকন্যা-- শুধুমাত্র একটি গল্প সিরিজ লিখেও যে পাঠক হৃদয়ে চিরস্থায়ী আসনের বন্দোবস্ত করা যায় এই নিকটি তার দৃষ্টান্ত! :) জাহিদ অনিক,খায়রুল আহসান,মলাসইলমুইনা, আখেনাটেন, কালীদাস,করুণাধারা, জেন রসি, রেজওয়ান তানিম, মনিরা সুলতানা, মাইনুল ইসলাম আলিফসহ আরও অনেকের পছন্দের তালিকাতে তাই এই রাজকন্যার রাজকীয় নিকটি দেখা গেছে। ২ বছর ২ মাস বয়সী নিক হলেও এখানে লেখালিখির শুরুটা হয়েছে ২০১৭ এর অক্টোবর থেকে।
কঙ্কাবতী রাজকন্যা
পোস্ট করেছেন: ২৫টি
মন্তব্য করেছেন: ১৩১১টি
মন্তব্য পেয়েছেন: ১৮৭৯টি
ব্লগ লিখেছেন: ২ বছর ২ মাস
অনুসরণ করছেন: ০ জন
অনুসরণ করছেন: ৩৬ জন

ফাহমিদা বারী - আরেক গল্পের যাদুকরী ফাহমিদা বারী। জাহিদ অনিক,খায়রুল আহসান,আখেনাটেন,করুণাধারা, মনিরা সুলতানা, মলাসইলমুইনা, মাইনুল ইসলাম আলিফের মত আমারও অনেক অনেক পছন্দের ২০১৭ তে পাওয়া একজন প্রিয় মানুষ।১ বছর ১ মাস বয়সী নিক হলেও এই আপুটার লেখালিখির শুরু ২০১৭ এর সেপ্টেম্বর হতে।
ফাহমিদা বারী
পোস্ট করেছেন: ২৭টি
মন্তব্য করেছেন: ৫৫৬টি
মন্তব্য পেয়েছেন: ৫৯১টি
ব্লগ লিখেছেন: ১ বছর ১ মাস
অনুসরণ করছেন: ৭ জন
অনুসরণ করছেন: ৫৭ জন


জাহিদ অনিক - কাল্পনিক ভালোবাসা,আখেনাটেন, জেন রসি,মৌমুমু, কি করি আজ ভেবে না পাই,উম্মে সায়মা,সেলিম আনোয়ার, মাইনুল ইসলাম আলিফ, মনিরা আপু, রাবেয়া আপু এবং আমিসহ আরও অনেকের পছন্দের তালিকাতে যে আমাদের এই প্রিয় কবি ভাইয়াজানের নামটি আছে তা আর বলে দিতে হয় না। বিশেষ করে আমি আমার স্বজনপ্রীতিতে ২০১৭ তে পাওয়া সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসাবে ভাইয়ার নামটিই বলবো। ভাইয়ার আগমন ২০১৬ এর শেষ দিকে। তবে ২০১৭ থেকেই ভাইয়াকে ১০০% একটিভ পাওয়া গেছে।
জাহিদ অনিক
পোস্ট করেছেন: ১১০টি
মন্তব্য করেছেন: ৫১৬২টি
মন্তব্য পেয়েছেন: ৫০০৫টি
ব্লগ লিখেছেন: ২ বছর ১০ মাস
অনুসরণ করছেন: ০ জন
অনুসরণ করছেন: ৭৩ জন


সত্যপথিক শাইয়্যান-কাল্পনিক ভালোবাসা,উম্মে সায়মা, ফরিদ আহমেদ, মাইনুল ইসলাম আলিফ, আখেনাটেন,মনিরা সুলতানা এবং আমিসহ আরও অনেকের পছন্দের তালিকায় এই প্রিয় নিকটি পাওয়া যাবে। ভাইয়ার নিত্য নতুন ক্রিয়েটিভ আইডিয়া ও চিন্তাশীল লেখালিখিগুলি আমাদেরকে নতুন আলোর পথে এগিয়ে নিয়ে চলে। মাত্র ৮ মাসে ভাইয়ার ব্লগ বিচরণ দৃষ্টান্তমূলক সাক্ষ্য রাখে।
সত্যপথিক শাইয়্যান
পোস্ট করেছি: ৯২টি
মন্তব্য করেছি: ২১০৬টি
মন্তব্য পেয়েছি: ২০৮৪টি
ব্লগ লিখেছি: ৮ মাস ১ সপ্তাহ
অনুসরণ করছি: ৩৬ জন
অনুসরণ করছে: ২১ জন


বিলিয়ার রহমান - কুঁড়ের বাদশা, মলাসইলমুইনা, জেন রসি, মৌমুমু, ফরিদ আহমেদ এবং আমিসহ অনেকেরই প্রিয় মানুষ। ব্লগে লেখা চুরি নিয়ে ঝড় বইয়ে দিয়ে ইদানিং শান্ত হয়ে বসেছেন। ইদানিং দেখাই যায় না। তবে শুধু লেখা চুরিই নয় কবিতা ও নানা রকম ক্রিয়েটিভ লেখা ও সুচিন্তিত মজাদার মন্তব্যের জন্যও ভাইয়া সকলের নজর কেড়েছে।
বিলিয়ার রহমান
পোস্ট করেছি: ৬২টি
মন্তব্য করেছি: ৫৭৫০টি
মন্তব্য পেয়েছি: ৫২৯৩টি
ব্লগ লিখেছি: ১ বছর ৮ মাস
অনুসরণ করছি: ৪৫ জন
অনুসরণ করছে: ৯১ জন

শাহরিয়ার কবির - মৌমুমু,সেলিম আনোয়ার,সত্যপথিক শাইয়্যান, মলাসইলমুইনা, মাইনুল ইসলাম আলিফের প্রিয় তালিকায় উঠে এসেছে ব্লগ কবি শাহরিয়ার ভাইয়ার নাম। নিত্য নতুন কবিতা ও মন্তব্যে ভাইয়াও এ বছরের নজরে পড়া একজন ব্লগার। যদিও ভাইয়াকে ঠিক নতুন বলা যায় না। ২০১৫ থেকেই তার এই ব্লগে পদার্পন।
শাহরিয়ার কবীর
পোস্ট করেছি: ৯২টি
মন্তব্য করেছি: ১১৫১৮টি
মন্তব্য পেয়েছি: ৫৯৫২টি
ব্লগ লিখেছি: ২ বছর ৫ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ১৪১ জন

নতুন নকিব-মলাসইলমুইনা, কি করি আজ ভেবে না পাই ভাইয়ার জরীপে নকীবভাইয়ার নাম এসেছে।
নতুন নকীব
পোস্ট করেছি: ৬১টি
মন্তব্য করেছি: ২৬১০টি
মন্তব্য পেয়েছি: ১৯৭৩টি
ব্লগ লিখেছি: ১ বছর ১ মাস
অনুসরণ করছি: ৫ জন
অনুসরণ করছে: ৪১ জন


সরাফত রাজ - কাল্পনিক ভালোবাসা ,আখেনাটেন ভাইয়ার মতে এ বছরে সরাফত রাজ ভাইয়ার লেখাগুলি নজর কেড়েছে । যদিও ভাইয়াকে একদম নতুন ব্লগার বলা যায় না।
সারাফাত রাজ
পোস্ট করেছেন: ৫৪টি
মন্তব্য করেছেন: ১০০৬টি
মন্তব্য পেয়েছেন: ১৪৭৮টি
ব্লগ লিখেছেন: ২ বছর ৯ মাস
অনুসরণ করছেন: ৩ জন
অনুসরণ করছেন: ১৮৭ জন

মো: মাইদুল সরকার - আখেনাটেন, মৌমুমু এর তালিকার প্রিয় ব্লগার মাইদুলভাইয়া।

ফরিদ আহমদ চৌধুরী - প্রামানিক,সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফভাইয়াদের প্রিয় তালিকায় ফরিদ ভাইয়ার নাম এসেছে।
ফরিদ আহমদ চৌধুরী
পোস্ট করেছেন: ৯৪টি
মন্তব্য করেছেন: ৮৪২৪টি
মন্তব্য পেয়েছেন: ৩৭৫৮টি
ব্লগ লিখেছেন: ১ বছর ১০ মাস
অনুসরণ করছেন: ৪ জন
অনুসরণ করছেন: ১১১ জন

খায়রুল আহসান- কাল্পনিক ভালোবাসা,আখেনাটেন,মৌমুমু, উম্মে সায়মা,প্রামানিক, সেলিম আনো্য়ার, মলাসইলমুইনা, কুঁড়ের বাদশা, মাইনুল ইসলাম আলিফ আর আমারও অনেক অনেক প্রিয় ভাইয়ামনি।
খায়রুল আহসান
পোস্ট করেছেন: ৩৩২টি
মন্তব্য করেছেন: ১১০৮৩টি
মন্তব্য পেয়েছেন: ১০২৫২টি
ব্লগ লিখেছেন: ২ বছর ৪ মাস
অনুসরণ করছেন: ১ জন
অনুসরণ করছেন: ২০১ জন

কথাকেথিকথন - কাল্পনিক ভালোবাসা, আখেনাটেন, ফরিদ আহমেদ, সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফ, মলাসইলমুইনা, কুঁড়ের বাদশা ও আমার প্রিয় কবি ভাইয়া । এ বছরে ভাইয়ার সাথে কিছু খট্টাঙ্গ পূরাণ লেখার স্মৃতি চির জাগরুক থাকিবেক। :)
কথাকথিকেথিকথন
পোস্ট করেছেন: ১০২টি
মন্তব্য করেছেন: ৫৬৮৮টি
মন্তব্য পেয়েছেন: ৪৩৭৯টি
ব্লগ লিখেছেন: ২ বছর ৪ মাস
অনুসরণ করছেন: ০ জন
অনুসরণ করছেন: ৯১ জন

ডঃ আলপনা তালুকদার- প্রামানিক,মনিরা সুলতানা আপুর প্রিয় তালিকায় আলপনা আপুর নাম। এমনিতেই ব্লগে নারী লেখকদের বিচরণ তূলনামূলক কম এবং নারীরা লেখালিখি করলেই অনেক সময়ই নানা রকম ঝাঞ্ঝাটের সন্মূখীন হন। আল্পনা আপুকেও মাঝে মাঝে এমন কিছু ঝঞ্ঝাটে পড়তে দেখেছি তবে আপু তার ক্ষুরধার লেখাগুলি নিয়ে স্বমহিমায় এগিয়ে চলেছে।
আলপনা তালুকদার
পোস্ট করেছেন: ১২৮টি
মন্তব্য করেছেন: ১৯৬৮টি
মন্তব্য পেয়েছেন: ৩৫১২টি
ব্লগ লিখেছেন: ১ বছর ২ মাস
অনুসরণ করছেন: ০ জন
অনুসরণ করছেন: ১২৪ জন

আখেনাটেন - সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফ, কালীদাস এবং আমিসহ প্রিয় তালিকায় যার নাম।
আখেনাটেন
পোস্ট করেছেন: ২৩টি
মন্তব্য করেছেন: ১৮৮১টি
মন্তব্য পেয়েছেন: ১০৭১টি
ব্লগ লিখেছেন: ২ বছর ২ মাস
অনুসরণ করছেন: ০ জন
অনুসরণ করছেন: ২৯ জন

ওমেরা - মলাসইলমুইনাভাইয়া,মনিরা সুলতানা, মাইনুল ইসলাম আলিফভাইয়া,সেলিম আনোয়ার ইনাদের জরীপে উঠে এসেছে আরেক নতুন ব্লগার ওমেরার নাম। নানা রকম ঝড় ঝঞ্ঝা ও প্রতিকূলতার মাঝে এখনও এই নিকটি টিকে আছে তার নানা রকম লেখালিখি নিয়ে। তবে আপুকে আমি বানান নিয়ে আর একটু সচেতন হবার পরামর্শ দেবো।
ওমেরা
পোস্ট করেছেন: ২০টি
মন্তব্য করেছেন: ৫০৬২টি
মন্তব্য পেয়েছেন: ১১৬৬টি
ব্লগ লিখেছেন: ১১ মাস ১ সপ্তাহ
অনুসরণ করছেন: ২ জন
অনুসরণ করছেন: ৭৮ জন


ঠা ঠা মফিজ - ফরিদ আহমেদ,নতুন বিচারকভাইয়ার প্রিয় লেখকের তালিকায় রয়েছে মফিজ ভাইয়ার নাম। তার পোস্টগুলি কৃতিত্বের দাবী রাখে।
ঠ্যঠা মফিজ
পোস্ট করেছি: ১৪৩টি
মন্তব্য করেছি: ১৭১১টি
মন্তব্য পেয়েছি: ২০৫২টি
ব্লগ লিখেছি: ২ বছর ৩ মাস
অনুসরণ করছি: ২০ জন
অনুসরণ করছে: ৯১ জন

চাঁদগাজীভাইয়া- কুঁড়ের বাদশা, জাহিদ অনিক, খায়রুল আহসান,নাইম রাজ,কাল্পনিক ভালোবাসা,আখেনাটেন,মৌমুমু, সেলিম আনোয়ার, রেজওয়ান তানিম,সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফসহ আরও আরও অনেকের প্রিয় লেখকের তালিকায় রয়েছে চাঁদগাজীভাইয়ার নাম। নানা রকম প্রতিকূলতা পেরিয়ে চাঁদগাজী ভাইয়া তার নিজস্ব পথেই এগিয়ে চলেছেন অকুতভয় সৈনিকের মত। নতুন পুরনো নির্বিশেষে এক বাক্যে অনেকেই স্বীকার করেছেন চাঁদগাজী ভাইয়ার জনপ্রিয়তার কথা। যদিও তিনি একেবারেই নতুন নন। আবার একেবারেই পুরোনো নন তবুও ব্লগ ২০১৭ এর উল্লেখযোগ্য ব্লগার বা ব্লগের তালিকায় বার বার এসেছে ভাইয়ার নাম। ভাইয়ার দৃঢ় মনোবল ও অহিংস নীতিমালা বা নিজস্ব চিন্তার নির্ভিক প্রকাশই আমার ধারণা তার জনপ্রিয়তার কারণ। এক কথা নতুন পুরানো নির্বিশেষে চাঁদগাজী ভাইয়াকেই ২০১৭ এর সেরা পদকটি দেওয়া যায় বলেই আমার ধারনা।
চাঁদগাজী
পোস্ট করেছেন: ৮০২টি
মন্তব্য করেছেন: ৩৯০৮৬টি
মন্তব্য পেয়েছি: ৩০৮৩১টি
ব্লগ লিখেছি: ৩ বছর ১৩ ঘন্টা
অনুসরণ করছি: ৩৬৫ জন
অনুসরণ করছে: ৫২৪ জন

এতক্ষণ গেলো মোটামুটি নতুন হিসাবে যারা ২০১৭ তে লেখালিখি করেছেন তাদের কথা। এছাড়াও কাল্পনিক ভালোবাসা ভাইয়ার লিস্টিতে এমন আরও কিছু নিক এসেছে-
নান্দনিক নন্দিনী, তামান্না তাবাসসুম, একটি আটলান্টিকভাইয়ার নাম।

আখেনাটেনভাইয়ার লিস্টিতে-
এক নিরুদ্দেশ পথিক, Zeon Amanza, নিয়াজ সুমন

জেন রসি ভাইয়ার মতে ২০১৭ এর প্রিয় নতুনেরা-
নাগরিক কবি, হাতুড়ে লেখক, যূথচ্যুত

উম্মে সায়মার প্রিয় লিস্টিতে আছেন- স্নিগ্ধ মুগ্ধতা

ফরিদ আহমেদ ভাইয়ার প্রিয়- ধ্রুবক আলো

আরইউভাইয়ার প্রিয় প্রিয় এবং প্রিয় নোটিস বোর্ড,নোটিস বোর্ড এবং নোটিস বোর্ড :) :) :)



প্রিয় পুরানেরা --- যারা ভালোবেসে আজও লেখালিখি দিয়ে সমৃদ্ধ করে চলেছেন এই প্রিয় প্লাটফর্মটিকে
আহমেদ জিএস - সেলিম আনোয়ার, কথাকথিকেথিকথন, মলাসইলমুইণা, কুঁড়ের বাদশা, নাঈম রাজ, আখেনাটেন, উন্মে সায়মা, প্রামানিক,সত্যপথিক শাইয়্যান, কি করি আজ ভেবে না পাই, মাইনুল ইসলাম আলিফ..... বলতে গেলে প্রায় সকলের প্রিয় প্রিয় প্রিয় একজন মানুষ আহমেদ জি এস ভাইয়া। গবেষনামূলক বা ফান পোস্ট কিংবা কবিতা বা ছবি সব কিছুই তার যাদুস্পর্শে আলোকিত হয়ে ওঠে।

মাঈনউদ্দিন মইনুল- মাইনুল ইসলাম আলিফ, কথাকথিকেথিকথন, সেলিম আনোয়ার এবং আমার অনেক অনেক প্রিয় একজন মানুষ, লেখক ও ব্লগার। চিন্তাশীল লেখনী ও হাস্যজ্জ্বল মুখশ্রী এর মন্তব্যগুলিও আমাদের পরম প্রাপ্তি।

ড: এম এ আলী- মলাসইলমুইনা, কুঁড়ের বাদশা, নাইম রাজ, উম্মে সায়মা , প্রামানিক, সত্যপথিক শাইয়্যান, নূর মোহাম্মাদ নুরু, মাইনুল ইসলাম আলিফ , আখেনাটেন ভাইয়াসহ আরও অনেকের প্রিয় ব্লগার যে ভাইয়া তাতে কোনো সন্দেহ নেই। ভাইয়ার লেখাগুলি এক একটি হীরা জহরৎ মনি মানিক্য আমাদের এই ব্লগের।

হাসান মাহবুব- কথাকথিকেথিকথন, সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফ এবং আরও আরও অনেকের এক নাম্বার পছন্দের গল্পকারের তালিকায় যার নাম। :)

জুন- মলাসইলমুইনা,কুঁড়ের বাদশা,আখেনাটেন,উম্মে সায়মা,প্রামানিক,সত্যপথিক শাইয়্যান,নূর মোহাম্মদ নূরুভাইয়া,কথাকথিকেথিকথন, সেলিম আনোয়ার, মাইনুল ইসলাম আলিফ ....... এক কথায় ভ্রমন কাহিনীর রাণীমাতা আমাদের এই জুন আপুনি।

মনিরা সুলতানা - মলাসইলমুইনা, আখেনাটেন, উম্মে সায়মা,ফরিদ আহমেদ, কি করি আজ ভেবে না পাই, সত্যপথিক শাইয়্যান,কথাকথিকেথিকথন , সেলিম আনোয়ার, মাইনুল ইসলাম আলিফ...... এ বছরে আপুকে নিত্য নতুন সব অসাধারণ কবিতামালা নিয়ে সক্রিয় থাকতে দেখা গেছে। নতুন পুরাতন নির্বিশেষে ব্লগারদেরকে উৎসাহ দানেও আপুনির জুড়ি নেই।

গিয়াসউদ্দিন লিটন -সেলিম আনোয়ার ,মলাসইলমুইনা,নাঈম রাজ,আখেনাটেন,উম্মে সায়মা , রেজওয়ান তানিম, কি করি আজ ভেবে না পাই,সত্যপথিক শাইয়্যান , কথাকথিকেথিকথন,মাইনুল ইসলাম আলিফ...জ্ঞানী গুণীদের নিয়ে পোস্ট আর ফান পোস্টে ভাইয়ার জুড়ি নেই। যদিও এ বছরে আমার সাথে ফানটা একটু বেশি করে ফেলায় আমি ভাইয়াকে জন্মের আড়ি দিতে গিয়েছিলাম পরে মনে পড়লো হাজার হোক কোটি হোক এটা আমার ব্লগের সবচাইতে রসিকতায় জুড়ি নেই গুণী ভাইয়াটা।

বিদ্রোহী ভৃগু -সেলিম আনোয়ার, নাঈম রাজ,আখেনাটেন , ফরিদ আহমেদ,সত্যপথিক শাইয়্যান, কথাকথিকেথিকথন,মাইনুল ইসলাম আলিফ ,কি করি আজ ভেবে না পাই....ভাইয়ার আধাত্মিক কবিতা পড়ে ভাবনায় পড়ে যাই।

আবুহেনা মোঃ আশরাফুল - মলাসইলমুইনা, আখেনাটেন, উন্মে সায়মা, প্রামানিক,সত্যপথিক শাইয়্যান, কথাকথিকেথিকথন, মাইনুল ইসলাম আলিফ, নূর মোহাম্মদ নূরু ...... কি গল্প, কি ফান বা কি আন্তরিকতাপূর্ণ মন্তব্য কোনোটাতেই জুড়ি মেলা ভার তার....

গেম চেঞ্জার -রেজওয়ান তানিম, নতুন বিচারক, কালীদাস .... গেমু ভাইয়াটা ইদানীং ব্লগ থেকে দূরে আছে কিন্তু আছে আমাদের হৃদয়ে...:)

জেন রসি- সেলিম আনোয়ার ,নাঈম রাজ , আখেনাটেন, কালীদাস, কি করি আজ ভেবে না পাই, মাইনুল ইসলাম আলিফ, রেজওয়ান তানিম, কথাকথিকেথিকথন, কাল্পনিক ভালোবাসাএবং আমারও অনেক অনেক অনেক প্রিয় জিনি ভাইয়ামনি! যে সুখে দুখে ও আমাকে আমার চরম রাগের মাঝেও অট্টহাস্যে হাসাতে পাশে ছিলো আমার সারা বছর জুড়ে।

কি করি আজ ভেবে না পাই- নতুন নকিব, নাঈম রাজ, ফরিদ আহমেদ, নতুন বিচারক ও আমি সহ মনিরা আপু, রাবেয়াআপু, ফাতেমা আপু, তাসলিমা আপু, রুহি আপু, কামরুননাহার আপু সহ হাজারও আপুর প্রিয় ছোট ভাইয়া। যে গুরু( আমি) মারা বিদ্যায় আজ ছড়িতা বিশারদ হয়ে গেছে।

সুমন কর- কথাকথিকেথিকথন, কি করি আজ ভেবে না পাইসহ আরও অনেকের প্রিয় ব্লগার। ইদানিং চুপচাপ হয়ে যাচ্ছে।


ফেরদৌসা রুহী- কাল্পনিক ভালোবাসা, মলাসইলমুইনা আপৎার নাম দিয়েছেন। আপুকে ব্লগে এ বছরে সক্রিয় দেখা গেছে।

উন্মে সায়মা - মলাসইলমুইনাভাইয়া, কি করি আজ ভেবে না পাই ,সেলিম আনোয়ার......সুন্দর সব লেখা ছাড়াও ভীষন মজার মানুষ মনে হয় আমার আপুটাকে।

সেলিম আনোয়ার- মলাসইলমুইনা,সত্যপথিক শাইয়্যান,মাইনুল ইসলাম আলিফ , কথাকথিকেথিকথন..... ভাইয়ার কথা আর কি বলবো সেই কোন যুগ থেকেই উনি আনারকলির প্রেমে মত্ত হয়ে কবিতা লিখে চলেছেন। পূর্ব জনমের আনারকলিকে এই জনমে এখানে ওখানে খুঁজে পাওয়া হচ্ছে না তার। :(

প্রামানিক- কথাকথিকেথিকথন,সত্যপথিক শাইয়্যান, কি করি আজ ভেবে না পাই,নূর মোহাম্মদ নূরু, মাইনুল ইসলাম আলিফ...
সকলের প্রিয় ছন্দ যাদুকর প্রামানিকভাইয়া। :)

নূর মোহাম্মদ নূরু- মলাসইলমুইনা, কি করি আজ ভেবে না পাই,সত্যপথিক শ্যাইয়ান, সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফ...ভাইয়া মাঝে মাঝেই রাগ করে, ব্লগে নাকি সিরিয়াস পোস্ট না পড়ে মানুষ শুধু আউল ফাউল পড়ে তাই তার পরম যতনে গড়া সিরিয়াস পোস্টগুলি অপঠিত থাকে। কিন্তু দেখলে ভাইয়া আমরা তোমাকে কত ভালোবাসি তাই জরীপে নাম উঠে এসেছে বার বার ।

সাদা মনের মানুষ- মাইনুল ইসলাম আলিফ, নুর মোহাম্মাদ নুরু, মালসইলমুইনা, আখেনাটেন, প্রামানিক, সত্যপথিক শ্যাইয়ান, কথাকথিকেথিকথন ...... আমাদের আরেক ব্লগ বতুতা। :) চা খেতে ও খাওয়াতেও দারুন ভালোবাসে। :)

মানবী- মাইনুল ইসলাম আলিফ, সত্যপথিক শাইয়্যান,কি করি আজ ভেবে না পাই ..... এই আপুটার নামও এসেছে অনেকের প্রিয় মানুষের তালিকায় তবে আপুকে ইদানিং আর দেখা যায় না।

আব্দুল হাক ভাই- নূর মোহাম্মদ নূরু, মাইনুল ইসলাম আলিফ,সত্যপথিক শাইয়্যান ..... আমার কবিগুরু হাক ভাইয়া আমার মত অনেকেরই প্রিয় আজও।

বৃতি- কথাকথিকেথিকথন, রেজওয়ান তানিম, কি করি আজ ভেবে না পাই...... বৃতি মনি আমার ও অনেকেরই ভালোবাসার ব্লগার। ব্লগ ও ব্লগারদের প্রতি তার ভালোবাসার প্রকাশ আমরা তার গত বছরের ব্লগ সংকলনেই দেখেছি । এ বছরে আসছে তার উদ্যোগে আর এলটি সংকলন যার সাথে আমিও জড়িয়ে আছি। অনেক ভালোবাসা বৃতিমনি!

নূর ই হাফসা- মাইনুল ইসলাম আলিফ,মলাসইলমুইনা - এ বছরে আপুটাকে বেশ সক্রিয় দেখা গেছে।

বোকা মানুষ বলতে চায়- কথাকথিকেথিকথন, প্রামানিক ছাড়াও আরও অনেকের প্রিয় লেখক এবং ব্লগার এই ভাইয়াটা।

কাল্পনিক_ভালোবাসা - মাইনুল ইসলাম আলিফ, সত্যপথিক শাইয়্যান.... মডারেটর হবার পরেও ভাইয়া একজন প্রিয় ব্লগার।

কামরুন্নাহার আপা- নূর মোহাম্মদ নূরু, প্রামানিক .... কি করি আজ ভেবে না পাই ও আমার প্রিয় মানুষ আপুটা।

সোহানী- কি করি আজ ভেবে না পাই, কথাকথিকেথিকথন এবং আমার অনেক অনেক অনেক প্রিয় সোহানী আপুকে অনেক অনেক একটিভ দেখা গেছে এ বছরে।

কাজী ফাতেমা ছবি- কি করি আজ ভেবে না পাই,নূর মোহাম্মদ নূরু .....প্রিয় কবিতা ও ছবিতা আপু ফাতেমা আপু।:)

মাহবুবুল আজাদ- কথাকথিকেথিকথন,মলাসইলমুইনা ...... প্রিয় ভাইয়া উনি আমারও।

মাহমুদ০০৭-কথাকথিকেথিকথন, রেজওয়ান তানিম ....ভীষন ভীষণ মেধাবী ও জ্ঞানী গুণী ভাইয়া আমার।

ব্লগ সার্চম্যান -নতুন বিচারক , কি করি আজ ভেবে না পাই প্রিয় তালিকায়.....

কালীদাস-কথাকথিকেথিকথন, মলাসইলমুইনা,মাইনুল ইসলাম আলিফ, সত্যপথিক শাইয়্যান,নূর মোহাম্মদ নূরু ..... ভীষন ভীষন ভীষন প্রিয় মানুষ আমিসহ অনেকরই। :)


শায়মা আপু(অপ্সরা আপু) - মৌমুমু, মলাসইলমুইনা, কুঁড়ের বাদশা, নাঈম রাজ ,আখেনাটেন, উম্মে সায়মা,সত্যপথিক শাইয়্যান, মাইনুল ইসলাম আলিফ,কথাকথিকেথিকথন ...... আমি কি আমারও প্রিয়!!!!!!! হা হা হা :P


এছাড়াও জরীপে আসা আরও কিছু প্রিয় নাম.....

বিজন রয়- নূর মোহাম্মদ নূরু,রেজওয়ান তানিম

আরজুপনি - সেলিম আনোয়ার, কথাকথিকেথিকথন,

সোনাবীজ ভাই-সেলিম আনোয়ার, কথাকথিকেথিকথন

ফয়সাল রকি -আখেনাটেন, কাল্পনিক ভালোবাসা

ভ্রমরের ডানা- মলাসইলমুইনা

নীলপরী - সেলিম আনোয়ার

মামুন রশিদ -সেলিম আনোয়ার

কান্ডারী- সেলিম আনোয়ার

পুলহ - উম্মে সায়মা

সাহসী সন্তান- নতুন বিচারক

কুঁড়ের বাদশা- কুঁড়ের বাদশা

টারজান ০০০০৭- কালীদাস

নতুন-কালীদাস

নস্টালজিক-কথাকথিকেথিকথন

তুষার কাব্য-কথাকথিকেথিকথন

জুলিয়ান সিদ্দিকী- কথাকথিকেথিকথন

প্রোফেসর শঙ্কু- কথাকথিকেথিকথন

সায়েদা সোয়েলী- কথাকথিকেথিকথন

তামান্না তাবাসসুম- কথাকথিকেথিকথন

জাদিদ-কথাকথিকেথিকথন

ডি মুন-কথাকথিকেথিকথন

নেক্সাস- কথাকথিকেথিকথন

মিথি_মারজান- মলাসইলমুইনা

নয়ন ভাই- মলাসইলমুইনা

সম্রাট ইজ বেস্ট-মলাসইলমুইনা

অজানিতা - মলাসইলমুইনা

শাবিবা ইয়াসমিন-মলাসইলমুইনা

নীলদর্পণ- মলাসইলমুইনা

বাপুরাম সাপুড়ে১- আখেনাটেন

০০০০৭ টারজান- আখেনাটেন

কলাবাগান১- আখেনাটেন

নতুন- আখেনাটেন

নান্দনিক নন্দিনী-আখেনাটেন

মহান অতন্দ্র- রেজওয়ান তানিম

স্বপ্নবাজ অভি- রেজওয়ান তানিম

রেজওয়ানা-রেজওয়ান তানিম

উড়োজাহাজ - কি করি আজ ভেবে না পাই

শামীম সাইফুল্লাহ - কি করি আজ ভেবে না পাই

রাবুবু- কি করি আজ ভেবে না পাই

ইতি সামিয়া-কি করি আজ ভেবে না পাই, আখেনাটেন

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)- কি করি আজ ভেবে না পাই

কবি নাইম- কি করি আজ ভেবে না পাই

মোস্তফা সোহেল- কি করি আজ ভেবে না পাই

সাইফুল আলম শোভন- সত্যপথিক শাইয়্যান

বর্ষন হোমস- সত্যপথিক শাইয়্যান

লক্ষণ ভাণ্ডারী- নূর মোহাম্মদ নূরু

টোকন ঠাকুর- নূর মোহাম্মদ নূরু

দুর্যোধন- নূর মোহাম্মদ নূরু

আলিম আল রাজী- নূর মোহাম্মদ নূরু

সৈয়দ সাইফুল আলম শোভন -মাইনুল ইসলাম আলিফ

পাললিক মন- মাইনুল ইসলাম আলিফ

বর্ষন হোমস-মাইনুল ইসলাম আলিফ

এফ কে আশিক- মাইনুল ইসলাম আলিফ



আমার চোখে স্বজনপ্রীতি বছর সেরা দশ যোগ এক এগারো - ২০১৭
শকুনদৃষ্ট
ঋণ
নাঈম ফয়সাল নয়ন
ষষ্ঠ ইন্দ্রিয়
আখেনাটেন
একজন ‘না’-বালকের প্রথম ও শেষ ধূম্রপানের ইতিহাস!!!!
রবাহূত
আমার শৈশব এবং যাদুর শহর
জাহিদ অনিক
হ্যাপি ফ্যামিলি !
করুনাধারা আপু
টলস্টয়ের গল্প: তিনটি প্রশ্ন, এবং পাঠ প্রতিক্রিয়া
শামচুল হক
গল্প ঃ সোহাগী
ভ্রমরের ডানা
সুপ্রিয় ব্লগার অপসরার "ধ্যানমগ্ন কালপুরুষ" কবিতার অনুভবে
ভূয়া মফিজ
স্বপ্নযাত্রা: ইটালী
মলাসইলমুইনা
জর্জ অলড্রিচ (George Aldrich): অধরা গুনের অধিকারী স্বাপ্নিক একজন মানুষ
কথাকথিকেথিকথন
রাত্রিত্ব


সবাইকে নতুন ইংরেজী বছর ২০১৮ এর শুভেচ্ছা ..... :) :) :)
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২১
৯১টি মন্তব্য ৯১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৩৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৪১

ছবিঃ আমার তোলা।

আজকে সাত রোজা।
সময় আসলে অনেক দ্রুত যায়। গতকাল সুরভি আর ফারাজাকে নিয়ে গিয়েছিলাম শপিং করতে। কারন আমি জানি, ১৫ রোজার পর... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসীকে লজিকের কথা বলার দরকার কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ২:১৭




হনুমান দেবতা এবং বোরাকে কি লজিক আছে? ধর্ম প্রচারক বলেছেন, বিশ্বাসী বিশ্বাস করেছেন ঘটনা এ পর্যন্ত। তাহলে সবাই অবিশ্বাসী হচ্ছে না কেন? কারণ অবিশ্বাসী বিশ্বাস করার মত কিছু... ...বাকিটুকু পড়ুন

ভাবছিলাম ২ লক্ষ ব্লগ হিট উপলক্ষে ব্লগে একটু ফান করব আড্ডা দিব, কিন্তু এক কুৎসিত অপব্লগার সেটা হতে দিলোনা।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই মার্চ, ২০২৪ রাত ৮:০৫



এটি ব্লগে আমার ২৬০ তম পোস্ট। এবং আজকে আমার ব্লগের মোট হিট ২০০০০০ পূর্ণ হয়েছে। আমি আনন্দিত।এই ছোট ছোট বিষয় গুলো সেলিব্রেট করা হয়তো ছেলে মানুষী। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

শয়তান বন্দি থাকলে শয়তানি করে কে?

লিখেছেন সাখাওয়াত হোসেন বাবন, ১৮ ই মার্চ, ২০২৪ রাত ১০:২০



রমজানে নাকি শয়তানকে বেধে রাখা হয়,তাহলে শয়তানি করে কে?

বহুদিন পর পর ব্লগে আসি এটা এখন অভ্যাসে পরিনত হয়েছে। বেশ কিছু বয়স্ক, মুরুব্বি, সম বয়সি,অল্প বয়সি একটিভ কিছু ব্লগার... ...বাকিটুকু পড়ুন

বয়কট বাঙালি

লিখেছেন অপু তানভীর, ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৪



কদিন পরপরই আমাদের দেশে বয়কটের ঢল নামে । অবশ্য তাতে খুব একটা কাজ হয় না । বাঙালির জোশ বেশি দিন থাকে না । কোন কিছু নিয়েই বাঙালি কখনই একমত... ...বাকিটুকু পড়ুন

×