ঝাপসা
সেই ফুটন্ত কৈশোর থেকে কপালের ভাঁজ গুলো
স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে।
খুঁজে পেলাম না কোনো সুসংবাদ
আশার বাণী , মধুরতম কোনো বাক্য।
অবাধ কৈশোর , মাটি চাপা দিয়েছি সেই কবে !
দুরন্ত যৌবন কেটে গেল
স্পষ্ট কপালের ভাঁজ গুলোকে সাথে নিয়ে।
সুসংবাদের পিছে,
ভালো থাকার পিছে
ভালো রাখার পিছে
সুদিনের পিছে ।
চল্লিশে এসে থমকে দাঁড়াই
কপালের ভাঁজ স্থায়ী হয়েছে... বাকিটুকু পড়ুন
