লিখেছেন
সোনাগাজী, ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫১

উপরে ছবির এই কিশোরীকে সারাবিশ্ব চেনে, আপনি তাকে চেনার কথা; এই ১২ বছর বয়সী (ছবি তোলার সময়ে ) আফগান কিশোরীর নাম সরবত গুলা, অনেকে তাকে...
...বাকিটুকু পড়ুন
রঙের বাতি নয়ন জুড়ে
হাতে কি লাল পানির জ্বরে;
দেহ গেলো রসতলে-
কার বাবার কি যায় আসে!
ঘরের বাতি নিভে গেলে
কারে রাখবি অন্তরে।
মাটির দুনিয়ায় বলে কেউ
অন্তর গেলো জ্বলেপুড়ে
মাটির সাথে প্রেম লুটেপুটে
শূন্য একা কেউ...
...বাকিটুকু পড়ুন
আজকে যে নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপি'র নেতা-কর্মীরা কান্নাকাটি করছে এই নির্বাচন ব্যবস্থাকে সবচেয়ে বেশি ম্যানুপুলেটেড, ভায়োলেট, পুলিউটেড, ডিস্ট্ররয়েড করেছে বিএনপি। সর্বপ্রথম দলটির প্রতিষ্ঠাতা মেজর জিয়া রাজি থাকলে ১ চাপুন, রাজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৬

শুনেছি আমাদের নবীজির একজন বন্ধু ছিলেন।
তার নাম- ওয়ারাকা ইবনে নওফেল। তিনি বাইবেল এবং অন্যান্য নানা ধর্মের বিশেষজ্ঞ ছিলেন। উনার কাছ থেকেই নবীজি বাইবেল এবং পুরনো নানা ধর্মের...
...বাকিটুকু পড়ুন
তুমি আমাকে বলেছিলে মানুষ হতে,
আমি কোন ভাবেই মানুষ হতে পারছিনা!
মানুষের মায়া দেখলেই আমার ভয় করে!
মায়ার ওজন পাহাড়ের মতো লাগে বুকে,
মায়া বুকে চেপে বসলেই আমার দম বন্ধ হয়ে আসে;
আমি আর শ্বাস... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মিশু মিলন, ৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৯

সামনের চারটে দাঁত ভাঙা, ভাঙা চোয়াল, ধুলোমলিন চুল
অত্যাধিক নেশায় ধূসর ঠোঁটের কোনায় ঘা,
ময়লা-দূর্গন্ধযুক্ত শরীরের ধর্ষক মজনু-
কোনো নারীকে আদর করলেও অশ্লীল লাগে!
তেমনই অশ্লীল লাগে রাজনীতিকের হাতে
বছর বছর বইমেলার উদ্বোধন!
ঢাকা
৩১.০১.২০২৩
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মি. বিকেল, ৩১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

আমি ধরেই নিচ্ছি যে, এই প্রশ্নটি আমাদের মধ্যে বিদ্যমান। অথবা, দুটো বাক্য লেখার জন্য হলেও তো একটি নির্দিষ্ট বিষয়ের খুব প্রয়োজন পড়ে; অস্বীকার করা যায় না। সত্যি বলতে, আপত্তি থাকার প্রয়োজন নেই তো। আমাদের মধ্যে অনেকেই হিন্দি বোঝেন, কেউ কেউ তো বলতেও পারেন। সুতরাং একটি সিনেমা (যা কিনা হিন্দি ভাষার) বাংলাদেশে মুক্তি পেলে কি এসে যায়!
অনেকেই ইতিমধ্যে অনলাইনে ‘পাঠান’ সিনেমার পাইরেটেড কপি নিশ্চয় পেয়ে গেছেন বলে অন্তত আমার ধারণা। সেখান থেকে কিছু কিছু অংশ কেটে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছেন কিছু লাইক, ভিউয়ার পাওয়ার আশায়। আমি পারলে হয়তো আমিও সেটাই করতাম। মানে মন্দটা কি? লোকজন তো দেখছে!
রাতদিন এক করে আমরা বাঙালীরা...
...বাকিটুকু পড়ুন
তুমি আমাকে বলেছিলে মানুষ হতে,
আমি কোন ভাবেই মানুষ হতে পারছিনা!
মানুষের মায়া দেখলেই আমার ভয় করে!
মায়ার ওজন পাহাড়ের মতো লাগে বুকে,
মায়া বুকে চেপে বসলেই আমার দম বন্ধ হয়ে আসে;
আমি আর শ্বাস নিতে পারিনা!
মানুষের চোখের জল দেখলে মনে হয় ডুবে মরবো,
তাইতো চোখের জল দেখলেই দৌড়ে পালাই।
আমার বুকে বৃক্ষের কোন ছায়া নেই,
তাইতো কোন মানুষকে বসতে দিতেও পারিনা সেই বুকে।
তুমি কি জানো,
আমার বুকে শুধু একটা নীল আকাশ ঘুরে বেড়ায় দিনরাত?
দোহাই তোমার,
তুমি আর কখনই আমাকে মানুষ হতে বলোনা।
এই একজীবনে আমি একটা সাদা বক হতে চাই,
দিনরাত বুকের সেই নীল আকাশে
আমি শুধু উড়বো আর উড়বো।
——————-
র শি দ হা রু ন
৩১/০১/২০২৩ ...বাকিটুকু পড়ুন
বিদ্যুতের দাম বৃদ্ধি বনাম বোকা জনগন
=========================

বিদ্যুতের দাম বাড়ছে-
বাড়বে-
বাড়তেই থাকবে-
পারলে ঠেকা।
তুই জনগন বলদ-বোকা
তোর ঘাড়েতে বন্দুক রেখে
করবো শিকার-
করবো মাস্তি-মজা
আমি বঙ্গ দেশের রঙ্গ রাজা।
তুই জনগন বলদ-বোকা
তোর নয়নে রঙীন স্বপ্ন
স্বচ্ছলতার ফালতু ফানুস
আহারে!
কী বোকারে! কী বোকা তুই!!
স্বপ্ন দেখিস নতুন ভোরের
উদরপূর্তি ভাত।
কি জানি কস-
"ভাত দে হারামজাদা,নইলে মানচিত্র খাবো"
খাইলে খা-
যা ভাগ-
আমার পেটে যে টাকার ক্ষুধা-
দেখস না!
তুই কি শালা মানুষ!
...বাকিটুকু পড়ুনআমি যখন কলেজ জীবনে সুনীলের ‘কেউ কথা রাখেনি’ কবিতাখানি পড়তাম তখন হৃদয় হাহাকার করে উঠতো। বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্র প্রেম যার কাছে সময়ের অপচয় তাঁকেও দেখেছি এ কবিতা পড়ে কিছুক্ষনের জন্য অন্যমনস্ক হতে। আমাদের যে শিক্ষক ম্যাগনেটিজম পড়াতেন তিনিও একদিন ক্লাসে সুনীলের ‘কেউ কথা রাখেনি’ আবৃত্তি করে শুনিয়ে দিলেন।
কবিতা মানে আমার কাছে বিরহ কাতরতা, রিক্ত হৃদয়ের শুদ্ধতা। সেজন্যে রবার্ট ফ্রস্টের কবিতা পড়লে কেমন একটা অব্যাক্ত বেদনায় হাহাকার হতো, অথচ ব্যার্থপ্রেমের ছোয়া নেই এই কবিতায়। আমি খুঁজে বেড়িয়েছি কোন নেশায় মাইলের পর মাইল যেতে হবে। আমার মত সেদেশের লোকেরাও উদ্বেলিত হয়েছিল। শেষমেশ কবিকে জিজ্ঞাসা করেছিল, একি বিরহের কবিতা, তিনি বলেছেন, না... ...বাকিটুকু পড়ুন