
একটি বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। আগামী নির্বাচনে বিএনপি ইতিহাসের সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে। জাতীয় সংসদে একদলের সর্বোচ্চ প্রাপ্ত আসন ২৭৮ টি। এটি বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে পেয়েছিল। বিএনপির এত্ত বড় নির্বাচনের সংসদ মাত্র ১২ দিন টিকে ছিল। তারপর ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে বিএনপি ১১৬ আসন পায়। কয়েক মাসের ব্যবধানে তাদের ১৬২ আসন কমে যায়। ২০২৬ সালে আবার ফেব্রুয়ারী মাসে নির্বাচন হতে যাচ্ছে, আবার নাকি বিএনপি ২৭৮ আসন পেতে যাচ্ছে। তারপর কি আবার জুনে নির্বাচন হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে?
২৭৮ আসন পেয়ে সরকার গঠন করার আওয়ামী লীগ যখন বিএনপিকে ক্ষমতা থেকে নামাতে আসবে তখন অন্য কোন দল বিএনপির পাশে দাঁড়াবে কি? কিসের আশায় তারা বিএনপির পাশে দাঁড়াবে? সেজন্য বলছি নিরপেক্ষ নির্বাচন হোক। পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন আগে হোক। সে নির্বাচনে আওয়ামী লীগ থাকুক। কিছু আসন ছেড়ে নিম্ন কক্ষে বিএনপি শরিকদেরকে খুশী রাখুক।
আওয়ামী লীগ মরে গেছে এটা ভাবা ভুল। এরা বিশ হাত মাটির নীচে থাকলেও সেখান থেকে উঠে আসবে।তখন তাদেরকে প্রতিরোধ করতে শরিকদেরকে বিএনপির লাগবে। এক দল অন্য দলকে অকথা বললে বিপদকালে এক দল অন্য দলকে কিভাবে পাশে পাবে? বিএনপি সব খেতে চাইলে সব হারাবে। আপা আবার আসনে বসতে পারলে তাঁকে আর নামানো যাবে না। এবার আপা আগের থেকে সাবধান থাকবেন।
বিএনপি-জামায়াত একা আপার কিছুই করতে পারেনি। তখন আপা অনেক কিছু করেছেন। সবাই ঐক্যবদ্ধ হওয়ায় আপা রেষ্টে আছেন। বিএনপি ঐক্য নষ্ট করতে পারলে আপা রেষ্ট ছেড়ে কর্ম তৎপর হবেন। তিনি আবার দেশের জন্য অনেক কিছু করবেন। সেই সাথে খরচ হয়ে যাবে কিছু লোক।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




