"জাতীয় ঐক্য" বলতে ড: ইউনুস সাধারণ মানুষের ঐক্যের কথা বলছেন না; ইহার দ্বারা তিনি মুলত: আওয়ামী লীগ বিরোধী দলগুলো থেকে "জাতীয় সরকার" গড়ে তোলার কথা বলছেন; তিনি সেই সরকার প্রধান হতে চান। তিনি সোজাসুজি সেটা বললে ভালো হতো, কিন্তু তিনি নিজকে সেই রকম জনপ্রিয় মানুষ হিসেবে ভাবার মতো সাহসী নন।
তিনি জেনারেল মঈনের সময় "সাময়িক সরকারে" যাননি, তিনি চেয়েছিলেন দীর্ঘ সময়ের জন্য সরকার গঠন করতে, এখনো উনি সেটাই চাচ্ছেন। তিনি আজকের বড় দল হিসেবে বিএনপি'কে এই ফর্মুলা দিয়েছেন। মনে হয়, বিএনপি'র মির্জা সাহেবকে আমেরিকান দুতাবাস দ: ইউনুসের সাথাকার জন্য বলছে; এজন্য বিএনপি' নেতৃত্বের মাঝে সমস্যা হচ্ছে। বিএনপিকে ইহাতে আনতে পারলে, জামাত যেকোন শর্ত মেনে নিবে; বাকীদেরকে হাড্ডি, লেজ বা মাথা ধরিয়ে দিলেই তারা খুশী থাকবে।
বিএনপি ড: ইউনুসের ভক্ত নন; বিএনপি নিজেরা শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে পারেনি বলে, চোখেমুখে বেশী ভদ্রতা দেখাচ্ছে; বিএনপি'র মিলিটারীর অংশ ড: ইউনুসকে ২ পয়সাও দাম দেয়ার মানুষ নন। ওরা জানে এখন ভোট হলে, বিএনপি নিজেদের ভোটের সাথে আওয়ামী ভোট পেয়ে বড় ধরণের বিজয় পাবে; ড: ইউনুসকে কি দরকার? ড: ইউনুস এই জন্য দলগুলোর "ঐক্য" চাচ্ছেন; উনি জানেন, সাধারণ মানুষকে ভুতে পায়নি যে, ওঁরা উনার পেছনে ঐক্যবদ্ধ হবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৩৬