আমি ৩ বছর আগে সৌদী আরব গিয়েছিলাম প্রয়োজনে, ৫ দিন ছিলাম; আমার যা দেখার আমি দেখেছি; আমি ওমরাহ কিংবা হজ্বে উৎসাহী মানুষ নই। এখন আমাদের ব্লগার সত্যপথিক শাইয়্যান ওখানে অবস্হান করছেন; মনে হয়, উনি মুলত ওমরা হজ্ব করার জন্য ও ভাইয়ের পরিবারকে দেখার জন্য গিয়েছেন।
সত্যপথিক সৌদী আরবের উন্নত জীবন দেখে উৎফুল্ল। আমি নবী (স: )'এর সময় ও তারপরের সময়ের সৌদী সমাজের জীবন নিয়ে কখনো উৎসাহিত ছিলাম না; নবী(স: )'এর অবদানের প্রতি আমার নিরুৎসাহ সত্যপথিকের মনে দাগ কেটেছিলো মনে হয়; সেটা উনাকে যে দু:খ দিয়ে আসছিলো, আজকে তা প্রকাশ পেয়েছে উনার সর্বশেষ পোষ্টে।
উনি আমাকে সৌদী ভ্রমণ করে, তাদের উন্নত জীবন স্বচক্ষে দেখার কথা বলেছেন। আমি যদি যাই, আমি ওখানে হজ্ব করতে যাবো না, মদীনা গিয়ে আমি বিগলিত হবো না; আমার কোন ঘনিষ্টজন ওখানে নেই যে, আমাকে গাড়ীতে করে বাসায় নিয়ে যাবে; আমি ওখানে গিয়ে ব্যবসায়িক কিছু ভাববো না।
আমি গেলে, মক্কা, মদীনা ও রিয়াদ দেখতে যাবো। যখনি মক্কা ও মদীনায়, আমি দরিদ্র বয়স্ক বাংগালী ও ইন্দোনেশিয়ানদের ওমরা করতে দেখবো, আমার মনটা খরাপ হয়ে যাবে। আমার মনে হবে, এই ইডিয়ট লোকগুলো কেন আমাদের ও ইন্দোনেশিয়ার মতো গরীব দেশের "ডলার" নষ্ট করে ওখানে ভ্রমণ করতে গেলো?
আমি জানি, সৌদীর জেলে অনেক হতভাগ্য বাংগালী আটক আছে, এরা পরিবারের জন্য আয় করতে গিয়ে সব হারায়ে জেলে আটক হয়ে আছে। আমি জানি, সেখানে কমেপক্ষে লাখ'খানেক বাংগালী আছেন, যাঁরা লিগ্যাল নন, কিন্তু পরিবারের জন্য আয় করতে গিয়ে চোরের মতো থাকছেন; তাদের ভাই ডাক্তার নয়, তাদেরকে কেহ গাড়ীতে করে অন্য শহরে বেড়াতে নেয় না; তারা যখন গাড়ীতে চড়েন, পুলিশের গাড়ীতেই চড়েন।
আমি সত্যপথিককে বলবো, পরেরবার আপনি ওমরা বা হজ্বে গেলে, ডলার খরচ করে যাবেন না, হেঁটে হেঁটে যাবেন, যাতে দেশের এই চরম সময়ে আপনার অপ্রোজনীয় কাজে আমাদের জাতির হার্ড কারন্সী খরচ না'হয়।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৩