আমি আমার আগের অনেকগুলি লেখাতেই বলেছি চাঁদের অনেক গুলি নাম আছে। আমাদের বাংলা ভাষায় (সংস্কৃত সহ) চাঁদের সেই সব নাম গুলি হচ্ছে-
অম্ভোজ, অর্ণবোদ্ভব, ইন্দু, উড়ুপ, ঋক্ষেশ, এণকতিলক, ওষধিনাথ, ওষধিপতি, কলাধর, কলানাথ, কলানিধি, কলাভৃৎ, কান্তিভৃৎ, কুমুদনাথ, কুমুদপতু, কুমুদবান্ধব, কৌমুদীপতি, ক্ষীরাদ্ধিজ, ক্ষীরোদনন্দন, চন্দ্র, চন্দ্রক, চন্দ্রমা, চন্দ্রিমা, চাঁদ, ছায়াঙ্ক, তারাধিপ, তারাধিপতি, তারানাথ, তারাপতি, তারাপীড়, তুহিনাংশু, দ্বিজপতি, দ্বিজরাজ, দ্বিজেন্দ্র, নক্ষত্রপতি, নক্ষত্রাধিপতি, নক্ষত্রেশ, নিশাকর, নিশানাথ, নিশাপতি, নিশামণি, নিশারত্ন, নিশিকান্ত, নিশিনাথ, নিশিপতি, পক্ষচর, পক্ষজ, পক্ষধর, বিধু, মৃগাঙ্ক, যামিনীকান্ত, যামিনীনাথ, যামিনীপ্রকাশ, রজনীকর, রজনীকান্ত, রজনীপতি, রজনীরাজ, রজনীশ, রজনীসখা, রাকাপতি, রাকেশ, রাত্রিকর, রাত্রিমণি, রেবতীরমণ, শশধর, শশবিন্দু, শশভৃৎ, শশলক্ষণ, শশলাঞ্ছন, শশাঙ্ক, শশী, শিতরশ্মি, শীতকিরণ, শীতময়ূখ, শীতাংশু, শ্বেতধাম, সিতকর, সিতরশ্মি, সিতরুচি, সিতাংশু, সুধধার, সুধাংশু, সুধাকর, সুধাধামা, সুধানিধি, সুধাবর্ষী, সুধাময়, সোম, হরিণাঙ্ক, হিমকর, হিমকিরণ, হিমধামা, হিমাংশু ইত্যাদি।
এরপরেও আরো কিছু রয়ে যায়।
আমরা সকলেই জানি প্রতি মাসেই (কখনো কখনো ফেব্রুয়ারি মাস বাদে) কমপক্ষে একবার করে পূর্ণিমার চাঁদ আকাশে দেখা যায়। মেঘ মুক্ত আকাশে ঠিক সন্ধ্যায় বড় একটি চাঁদ পূর্বাকাশে উঁকিদেয়। রাত বাড়ার সাথে সাথে ধীরে পূর্বাকাশ থেকে পশ্চিমাকাশের দিকে রওনা হয় স্নিগ্ধ আলোয় ধরনীর বুক ভারিয়ে দিয়ে। চাঁদের যেমন অনেক নাম আছে, তেমনি পূর্ণিমার চাঁদকেও নানান নামে ডাকা হয় বাংলায়। যেমন –
পূর্ণিমা, পূর্ণচন্দ্র, পূর্ণেন্দ্রু, পূর্ণমাসী, ইন্দুমতী, ফুল্লেন্দু, পৌর্ণমাসী, রাকা ইত্যাদি।
এইত গেলো পূর্ণিমার চাঁদের নাম। এছাড়াও প্রতিটি পূর্ণিমার আলাদা আলাদা নাম আছে। কোনো কোনো পূর্ণিমার আবার একাধীক নামও আছে।
পূর্ণিমার নামসমূহ -
জানুয়ারি ------- পৌষী পূর্ণিমা
ফেব্রুয়ারি ------- মাঘী পূর্ণিমা
মার্চ ------------- দোলপূর্ণিমা, গৌর পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা
এপ্রিল ---------- চৈত্র পূর্ণিমা
মে -------------- বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পুর্ণিমা
জুন ------------- জ্যৈষ্ঠী পূর্ণিমা
জুলাই ---------- গুরু পূর্ণিমা
আগস্ট --------- নারালি পূর্ণিমা, রাখী পূর্ণিমা
সেপ্টেম্বর ------- ভাদ্রপদ পূর্ণিমা
অক্টোবর -------- শারদ পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা
নভেম্বর --------- রাসপূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা
ডিসেম্বর -------- অগ্রহায়ণ পূর্ণিমা
এই একই পূর্ণিমার নাম স্থানভেদে পালটে যায় বার বার। নর্থ আ্যামেরিকানরা বার মাসের পূর্ণিমাগুলি বিভিন্ন নামে ডেকে থাকে। যেমন-
January --------- Wolf Moon, Old Moon, Moon After Yule, Winter Moon
February -------- Snow Moon, Hunger Moon, Storm Moon
March ------------ Worm Moon, Sap Moon, Crow Moon, Lenten Moon, Crust Moon, Wind Moon
April -------------- Grass Moon, Egg Moon, Pink Moon, Seed Moon, Sprouting Grass Moon,
Pascal Moon, Fish Moon, Frog Moon, Spring Moon, Awakening Moon.
May -------------- Flower Moon, Planting Moon, Milk Moon, Corn Planting Moon, Mother's Moon.
June ------------- Rose Moon, Flower Moon, Strawberry Moon, Mead Moon, Hot Moon.
July -------------- Buck Moon, Thunder Moon, Hay Moon, Elk Moon, Summer Moon.
August ---------- Green Corn Moon, Grain Moon, Corn Moon, Sturgeon Moon, Red Moon,
Barley Moon, Herb Moon, Dog Moon.
September ----- Fruit Moon, Harvest Moon, Barley Moon.
October --------- Harvest Moon, Hunter’s Moon, Blood Moon, Autumn Moon, Fall Moon,
Sanguine Moon, Pumpkin Moon, Dying Moon.
November ------ Hunter’s Moon, Frosty Moon, Beaver Moon, Turkey Moon, Dark Moon.
December ------ Cold Moon, Moon Before Yule, Long Night Moon, Oak Moon.
তেমনি ভাবে চাইনিজরাও নিজেদের জন্য পূর্ণিমার আলাদা আলাদা নাম ঠিক করে রেখেছে।
January --------- Holiday Moon
February -------- Budding Moon
March ------------ Sleepy Moon
April -------------- Peony Moon
May -------------- Dragon Moon
June ------------- Lotus Moon
July -------------- Hungry Ghost Moon
August ---------- Harvest Moon
September ----- Chrysanthemum Moon
October --------- Kindly moon
November ------ White Moon
December ------ Bitter Moon
আপাততো পূর্ণিমা কথন এখানেই শেষ হলো।
=======================================================================
চাঁদ নিয়ে আমার আরো কিছু লেখা-
চাঁদের বুকে হেঁটে আসা চন্দ্র-মানবেরা
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ
পূর্ণগ্রাস চন্দগ্রহণ ২০১৮
পুষ্প পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্র পূর্ণিমা
আষাঢ়ী পূর্ণিমা
সুপার মুন ২০১৫
Blue Moon বা নীল চন্দ্র নীল নহে
হ্যালোইনের নীল চাঁদ
দ্বৈত নীল চন্দ্র
=================================================================
আমার তোলা চাঁদের ছবি
চন্দ্রবিলাস - ০১
চন্দ্রবিলাস - ০২
চন্দ্রবিলাস - ০৩
=================================================================