আপনিও পারবেন !
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ১-১০ ও খাদ্যভাস পরিবর্তন-১ ও কিছু ভ্রান্তি-১
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ১১ খাদ্যভাস পরিবর্তন-২ ও কিছু ভ্রান্তি-২
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ১২ ও প্রোটেইন পাউডার
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন -১৩
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন -১৪ আত্নবিশ্বাস
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন ১৫ চিন আপ কি অনেক জরুরী
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ১৬ ব্যায়ামো মিটার আপগ্রেডানো
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ১৭
২৫.০৫.১২
স্বভাবতই ৩০০ ক্যালোরী ধ্বংস ৩০ মি. দৌড়ে ৯.৩ গতিতে । এরপর পেটের ব্যায়াম, বুকের, হাতের ব্যায়াম আধা ঘন্টা ।
আজ ব্যায়াম ১ ঘন্টা ৩০ মি: হয়েছে ।
শেষ ধাপের দৌড়ে কোমড়ে ব্যথাটা জেগে উঠে ।
আর ঘরে তো গরম পানি উত্তাপ তো নিচ্ছিই ।
ব্যায়াম খুবই হালকা লাগছে আজকাল । পানি ভাত ।
-------------
আর এসিড আছে বলে তা ফ্যাটকে ধ্বংস করে তা ভাবা ঠিক নয় ।
মোট কথা :
এগুলো হজমে সহায়ক ।
আশ জাতীয় খাদ্য
ভিটামিনে ভরপুর।
খুব লো ক্যালোরী ।
তাই হাজারো শসা আর লেবু খেয়ে কোন কাজ না করলে , হিতে বিপরীতে হবে
ওজন কমাতে হলে নারী হলে পূর্ণ বয়স্কদের জন্য ২০০০ ক্যালোরী (পুরুষ =২৫০০)দরকার পরে তার থেকে অধিক খাদ্য নিলে ফ্যাটসেল গুলো ক্যালোরী হিসেব ভবিতব্য চিন্তায় শক্তি জমা রেখে মোটা চর্বির ভাজ সৃষ্টি করে ।
তাই ব্যায়াম করুন নয়তো শারীরিক পরিশ্রমী কাজ করুন । আর নয়তো খুবই কম আহার করুন ।
চিনি আর লবন আপনার দৈনিক নানা সবজি বা খাবারে এমনিতেই পাবেন যতটুকু প্রয়োজন শরীরের ।
দৈনিক সর্বোচ্চ শরীরের জন্য ২.৩ মিলিগ্রাম লবন লাগে যা ১ চামচ এর সমান...... তাহলৈ বুঝেন এমনিতেই আপনি খাবারে যথষ্টে লবন পাচ্ছেন বিভিন্ন সবজিতে বা অন্য খাবারে ।
শসা এবং লেবু দুইটাই । কিন্ত বড় কথা হল এগুলো লো ক্যালোরীর তাই পেট ভরলেও শরীর তেমন ক্যালোরী জমা করে না , হজম হবার পর যা পায় তা প্রতিদিনের শক্তিতে যা প্রয়োজন তা ব্যয় করে দেয় ।
লবণ একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত অত্যাবশ্যক, মাত্রা বেশী হয়ে গেলে তা শরীরের জন্য খুবই ক্ষতিকর। শরীরে অতিরিক্ত মাত্রায় লবন আয়নিক ব্যালেন্স অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, হৃদরোগের ঝুকি বাড়ায়।
তবে ন্যাচারেল কোন খাবারের সাথে লবন যোগ করলে এর পুষ্টিগত মানের কোন হেরফের হয়না। কিছু কিছু ক্ষেত্রে লবণ যোগ করার ফলে পরিপাচ্যতা বৃদ্ধি পায়।
লেবু এবং শসা কোন কালেই মেদ কমাতে সাহায্য করে না !
■Cucumbers have mild diuretic property probably due to their high water and potassium content, which helps in checking weight gain and high blood pressure.
শশা কখনো ওজন কমায় না তবে প্রচুর ফাইবার থাকার কারণে গাট থেকে টক্সিন দূরীকরনে সহায়তা করে এবং কোলন ক্যান্সার নিয়ন্ত্রন করে।
------
আজকের দুপুর তথা বিকালের খাবারের তালিকা = পাউরুটি ৫ পিস.. আর অর্ধেক টিনজাত টুনা মাছ,লেবু,গাজর, কলার এক টুকরা,রসুন ।
সাকিব খানের মেন্যুও ফেইইইইইইল
ধন্যবাদান্তে : ব্লগার ধৈঞ্চা ।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১২ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




