ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি। শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই। তিনিই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। সেই সংগে পশ্চিমবঙ্গের মুসলিদের সম্পর্কে আবারো বিদ্বেষ উগড়ে দিয়ে বলেন,আসলে মমতার মুখ ও মডেল হলো আব্দুল বারিক বিশ্বাস, খালেদ, শাজাহানের মতো ফ্রাঙ্কেনস্টাইনরা। কারা মমতা ব্যানার্জির ভোট দেন তা সবাই জানেন। মুসলিমরা মমতাকে ভোট দেয়।
এবার আসা যাক মূল আলোচনায়ঃ
বিগত ১৫/১৬ বছরে ভারত বাংলাদেশের হিন্দুদের নিয়ে টু শব্দটিও করলোনা কিন্তু ৫ আগস্টে ফেসিস্ট হাসিনার পতনের পর হঠাৎ বাংলাদেশে হিন্দুদের নিয়ে ভারতের কান্নাকাটির শেষ নেই! কারণ কী? আসলে হিন্দুদের নিয়ে ভারত তথা মোদীর কোন ভাবনা নেই তার ভাবনা হলো হাসিনাকে পুনর্বাসিত করা। শুভেন্দু অধিকারী হাসিনাকে পুনর্বাসনের কথা বলে প্রকৃতপক্ষে কেন্দ্রীয় সরকারের কথটিই বলেছে। হাসিনা হলো ভারতের জন্য সোনার ডিম পাড়া হাস সুতরাং হাসিনাকে পুনর্বাসন করতেই হবে। হাসিনাকে পুনর্বাসন করতে হলে বাংলদেশে দাঙ্গা লাগানো ছাড়া কোন উপায় নেই।
বাংলাদেশ হিন্দু মহাসভার নেতা গোবিন্দ প্রামাণিককে বড় নেতা বানানো লোভ দেখিয়ে 'র' তাকে দিয়ে দেশে বিশৃঙ্খলা লাগাতে চেয়েছিল কিন্তু তিনি রাজি না হওয়ায় 'র' চিন্ময়কে বেছে নেয়। তারপর চিন্ময় বিভিন্ন জায়গাতে উগ্রভাবে সভা সমাবেশ করতে থাকে। জাতীয় পতাকার উপর তাদের ধমীয় পতাকা লাগায় ও একজন আইনজীবিকে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করে। আইন শৃঙ্খলা বাহিনী চিন্ময়কে গ্রেফতার করাতে শুরু হয় ভারতীয় মিথ্যা হোলিখেলা যা সবাই কমবেশী জানে।
তবে আশার কথা হলো ভরতীয়রা যখন মিথ্যার হোলিখেলা শুরু করলো তখন বাংলাদেশে সবমানুষ ঐক্যে একাকার হয়ে গেল ভারতের চেষ্টা বুমেরাং হলো; তবে ভারত এখনো হাল ছাড়েনি।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪০