
আপনি কি শত্রুর পক্ষে কাজ করছেন? আপনি কি আপনার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শত্রুর পক্ষে কাজ করছেন? আপনি কীভাবে বুজবেন যে আপনি শত্রুর পক্ষে কাজ করছেন? যখন শত্রু আপনার প্রশংসা করছে তখন বুঝতে হবে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শত্রুর পক্ষে কাজ করছেন। আপনার স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন।

যাইহোক আসল কথায় আসি---
গত ৭ জুলাই রাজনৈতিক জামায়াত করা কী পাপ না দেশবিরোধী এবং ৬ জুলাই পাকিস্তান কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে শিরোনামে দুটি পোস্ট দিয়েছিলাম অনেকেই পরোক্ষভাবে এবং কেউ প্রত্যক্ষ নির্লজ্জভাবে আমাকে জামায়াত শিবির তকমা দিয়েছে বা দেওয়ার চেষ্টা করেছে। অথচ আমার গোষ্টিতে কেউ কখনো জামায়াত শিবির করেছে বলে আমার জানা নেই। কিন্তু ফেসিবাদের নব্য দোসররা আমাকে পাকিস্তানে যেতে বলে যেটা গত ১৫/১৬ বছরজুড়ে তারা করে এসেছে।
গত ১৫/১৬ বছর আম্লিগ ও তাদের গুন্ডাবাহিনীর বিরুদ্ধে, ভারতের একচেটিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেই তারা জামায়াত শিবির, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, জঙ্গী ইত্যাদি তকমা দিতো এবং কথায় কথায় পাকিস্তানে চলে যেতে বলতো। এখন আবারো কেউ কেউ পাকিস্তানে চলে যেতে বলে। এগুলো কিসের লক্ষণ? অথচ তারা ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে স্বয়ং প্রধান মন্ত্রী পর্যন্ত বিনা ভিসায় ভারতে অবস্থান করছে। একটা সরকারে সকলেই পালিয়ে যাওয়া ইতিহাসে প্রথম এবং মনে হয় এটাই শেষ।
ভারত যে হেজেমনি প্রতিষ্ঠায় সফল এসব লক্ষণই তার প্রমান। এখান থেকেই বোঝা যায় ভারতীয় হেজেমনি কীভাবে কাজ করছে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




