
দেশজুড়ে তাদের পিতার মূর্তি তৈরি করতে ৪০০০ কোটি টাকা ব্যয় করেছিল। বছরব্যাপী তাদের পিতার জন্ম শতবর্ষ পালন করতে গিয়ে ১৫০০ কোটি টাকা ব্যয় করেছিল। অনর্থক স্যাটেলাইট যা তাদের পিতার নামে উৎসর্গ করা সেটি তৈরিতে ৩৭০০ কোটি টাকা ব্যয় করেছিল। হাসিনাকে মহানায়ক তৈরির আট প্রকল্পে ২১০০০ কোটি টাকা লোপাট করেছিল। উন্নয়ন প্রচারে হাসিনা ব্যয় করেছিল ৪৩ কোটি টাকা!

তারপর বেনজির, মতিউর, এস আলম, দরবেশ, শেখ পরিবার ও আরো অনেকে (এই মুহূর্তে নাম মনে পড়ছেনা) হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় লক্ষ কোটি টাকা লোপাট করেছিল যা ধীরে ধীরে বের হচ্ছে।
সবকিছু বাদ দিয়ে শুধু মাত্র পিতাকে ভগবান করতে গিয়ে মূর্তি তৈরিতে এবং তাকে মহান করতে গিয়ে বছর ব্যাপী পূজাপার্বনে (৪০০০+১৫০০=) ৫৫০০ কোটি খরচা করেছিল তা দিয়ে বিমান বাহিনীকে আধুনিকায়ন করা যেত।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




