পুটিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারী, রাশিয়ার ভেতরে পুটিনের সমর্থন বাড়বে! রাশিয়ান-ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ানরা বিভক্ত, কিন্তু ন্যাটোর এসব তুঘলকি কোনভাবে সমর্থন করবে না রাশিয়ানরা।
যুদ্ধে ইউক্রেন জয়ী হলে, পুটিন রাশিয়ানদের সমর্থন হারাবে, সন্দেহ নেই; কিন্তু ইউক্রেন এই জনমে কখনো পুটিনকে হারাতে পারবে কিনা? ইউক্রেনের যেই অবস্হা, ইহা আসলে যুদ্ধ করার চেয়ে গেরিলা যুদ্ধ চালিয়ে যাবার মতো অবস্হানে গিয়ে ঠেকেছে। এই বসন্তে ইউক্রেন যাতে রাশিয়ান বাহিনীকে আক্রমণ করতে পারে, সেজন্য অস্ত্র দিচ্ছে ন্যাটো: মিগ-২৯ দিচ্ছে পোল্যান্ডের মাধ্যমে, টাইগার ট্যাংক দিচ্ছে পুর্ব ইউরোপ থেকে। কিন্তু এগুলো চালাবে কে, রাখবে কোথায়? মিগ-২৯ উড়ানোর জন্য এয়ারপোর্ট লাগবে তো? রাশিয়া কি এয়ারপোর্টকে ব্যবহার করার মতো রাখবে? টাইগার চালিয়ে রাশিয়ান বাহিনীকে আক্রমণ করার মতো এয়ার সাপোর্ট কখনো পাবে না ইউক্রন বাহিনী। ফলে, বসন্তের আক্রমণ কোথায় নিচ্ছে না ইউক্রেনকে? কোথায়ও না।
ধনী রাশিয়ানরা ও পুটিনের দলের মাফিয়ারা এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে; তারা ক্রমেই পুটিনের উপর ক্ষেপছিলো; কিন্তু তারা পুটিনকে ক্ষমতাচ্যুত করতে পারবে না; রাশিয়ান সৈন্য বাহিনীর জেনারেলদের কেনার চেষ্টা নিশ্চয় ন্যাটো করছে; উহা আপাতত কাজ করেনি। সাধরণ মানুষ হঠাৎ করে পুটিনের পেছন থেকে সরে যাবে না; কারণ, পুটিনের বিপক্ষে যারা কথা বলছে, তারা সবাই আমেরিকান সিলমরা নেতা, পুটিন এদেরকে আমেরিকার পোষা নেতা হিসেবে প্রচার চালিয়ে সফল হয়েছে।
আমেরিকার যেই অবস্হা ও ইউক্রেনের মানুষের যেই ক্ষমতা, এখানে আমেরিকা বা ইউক্রেন জয়ী হওয়ার সম্ভাবনা নেই। এইসব কোর্ট নোটিশ কোন কাজে লাগবে না; বরং উল্টো, পুটিনের সমর্থন বাড়বে।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২৩ রাত ৯:১০