১ম মন্তব্য: আপনি বলেছেন, জিয়াউর রহমান টেলেন্ট চিনতেন, সেজন্য তিনি সিরাজুল আলম খান'কে বেচে নিয়েছিলেন। আমার মনে হয়, এক হত্যাকারী অন্য আরেক হত্যাকারীকে বেচে নিয়েছন। আপনি শুনেছিলেন নাকি, জিয়া নতুন স্বাধীন দেশে রক্তাক্ত ক্যু'করে, উহার সামরিক শাসনকর্তা হয়েছিলো ও কমপক্ষে ৩০০ মুক্তিযোদ্ধা সৈনিককে ফাঁসী দিয়েছিলো; আর, সিরাজুল আলম খান'এর গণবাহিনী শত শত মানুষকে হত্যা করে, শেষে নিজেরা মরেছে (কম পক্ষে ৫০০০ )?
২য় মন্তব্য: গণবাহিনী কি পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছিলো ও কি পরিমাণ ব্যাংক লুট করেছিলো, কতগুলো থানা আক্রমণ করেছিলো? আপনি কি জানেন যে, উহা সিরাজুল আলম খান'এর সৃষ্টি? আপনি কি উহার সদস্য ছিলেন?
৩য় মন্তব্য: তথাকথিত কমরেড সিরাজ শিকদারের সৃষ্ট সর্বহারা দল কি পরিমাণ সামান্য জমির মালিক, কতশত কৃষককে হত্যা করেছে? তাদের বিধবা বউদের ও এতিম সন্তানদের কি হয়েছিলো? আপনি কি সেই কমরেডের সর্বহারা দলে ছিলেন?
৪র্থ মন্তব্য: এরশাদ ক্যু করে সাত্তার সাহেবের সরকারের পতন ঘটায়ে (১৯৮২ সাল ) সামরিক শাসনকর্তা হয়েছিলো, এই ব্যাপারে আপনার ধারণা কি? সেই এরশাদ, সিরাজুল আলম খান'এর উপদশ মতো দেশ চালায়ে, ৫০০ কোটী টাকার সম্পদ রেখে গেছে তার ২ সন্তানের জন্য। আপনি আপনার সন্তানদের জন্য কত শত কোটী টাকার সম্পদ রেখে যেতে পারবেন?
৫ম মন্তব্য: জিয়া ও এরশাদের ক্যু যে বেআইনী ছিলো উহা আপনি বুঝেন কিনা? সেই ২ জেনারেলের পক্ষে কাজ করে সিরাজুল আলম খান জাতির বিপক্ষে গেছেন, ইহা আপনি বুঝেন কিনা?
আপনার লেখাটা খুবই কমচিন্তার ফসল। আপনি কি ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন? ছাত্র রাজনীতি করে থাকলে, ছাত্র অবস্হায় রাজনীতির মতো কঠিন বিষয় আপনি প্রেকটিস করেছেন? রাজনীতি করতে হলে কোন কোন বিষয়ের উপর দখল থাকতে হয়?
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২৩ রাত ১০:২১