হিরো আলাম ভালোই ছিলো; কিন্তু উহাতে সে সন্তুষ্ট নয়, সে দেশের এমপি হতে চায়; যদিও ইহা আমাদের রাজনৈতিক পরিবেশের কারণে ঘটছে, ইহা উহার জন্য বিপদজনক হতে পারে; লোকজন ষড়যন্ত্র করে, তাকে শেষে যদি রাজনৈতিক শহীদ বানায়ে ফেলে! সে আমাদের পার্লামেন্টে বসতে চায়, সেখানে কথা বলতে চায়, মানুষের ভালোর জন্য বিল আনতে চায়, আইন প্রনয়ন করতে চায়। সে ভাঁড় হিসেবে ভালো করছে, দারিদ্রতা থেকে বেরিয়ে এসেছে; কিন্তু সে তো একজন আদর্শ এমপি হতে পারবে না; সেটা কি সে বুঝে না?
একজন লোক দরিদ্র শ্রেণী থেকে বেরিয়ে এসে এমপি হতে পারলে অনেক ভালো হতো; দরিদ্রদের কথা বলতে পারতো। বাংলাদেশে তা ঘটেনি, ঘটার সম্ভাবনা নেই। কিন্তু হিরো আলামের যেই ধরণের ব্যক্তিত্ব, সে আমাদের পার্লামেন্টে গেলে, দেশের ভাবমুর্তির জন্য ভালো হবে না, তার ব্যক্তিত্বের অভাব আছে।
তবে, সে কারো জন্য হুমকী নয়, সে কিছুটা নির্বোধ হতে পারে; কিন্তু সে গডফাদার নয়; তাকে নির্বাচন কমিশন যখন প্রার্থী হতে দিয়েছে, সে ভোট কেন্দ্রে যাবার অধিকার রাখে; তাকে যারা মেরেছে, তারা ভয়ংকর অপরাধ করেছে; নির্বাচন কমিশনে যদি জ্ঞানী কোন লোক থাকে, এই ব্যাপারে ব্যবস্হা নেয়ার দরকার। অবশ্য, নির্বাচন কমিশনে যদি জ্ঞানী মানুষজন থাকতো, ব্যক্তিত্বের কারণে তাকে নমিনেশন দিতো না।
মুল নির্বাচনের আগে, এই ধরণের নির্বাচন দেশের রাজনৈতিক পরিবেশকে বুঝার জন্য বেশ গুরুত্বপুর্ণ; শেখ হাসিনার দায়িত্ব ছিলো এসব ব্যাপারগুলোর উপর কন্ট্রোল রাখা; বিদেশী কুটনীতিবিদরা এগুলোর উপর নোট রাখছে। স্হানীয় আওয়ামী লীগের ক্যাডারেরা শেখ হাসিনা ও আও্য়ামী লীগের ক্ষতি করেই চলেছে। এসব ছোটখাট ঘটনা দিনের পর দিন আমাদের নীচের দিকে নিয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২৮