আজকের ১টি পোষ্টে দেখছি, ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক, প্রফেসর ওয়াহিদুজ্জমান নাকি বলেছেন যে, যারা "পর্দা" করে তারা যেন বাড়ীতে বসে পড়ালেখা করে; ঢাকা ইউনিভার্সিটির ২০০০ শিক্ষকের মাঝে তিনিই ১ জন সঠিক শিক্ষক; জাতির উচিত উনাকে সাপোর্ট করা। ঢাকা ইউনিভার্সিকে যারা মাদ্রাসা বানাচ্ছে, তাদেরকে সেখান থেকে বের করে দেয়ার দরকার, ওদের জন্য দেশব্যাপী ব্যাং'এর ছাতার মতো মাদ্রাসা গড়ে তোলা হয়েছে, ওদেরকে ওখানে পড়তে হবে।
পর্দা ধর্মের অংগ, মাদ্রাসা ধর্মের শিক্ষালয়; যারা স্বাভাবিক পোশাকে পড়ালেখা করতে পারে না, তাদেরকে অস্বাভাবিক শিক্ষালয়ে পড়তে হবে, ইউনিভার্সিটি ওদের জন্য নয়, ইউনিভার্সিটি হচ্ছে স্বাভাবিক মানুষের জন্য।
আমাদের জাতির নিজস্ব সংস্কৃতি আছে, পোশাক আছে, আমাদের নারীরা আমাদের সমাজের সাথে বিবর্তিত হচ্ছেন; হেফাজত, জামাত-শিবির ওদের আরবের বেদুইনদের মতো পোশাক পড়তে বাধ্য করছে; যেসব নারী বেদুইনদের পোশাক পরতে আগ্রহী, মাদ্রাসাই ওদের জন্য উপযুক্ত যায়গা।
যারা বলে যে, পুরুষের দৃষ্টি থেকে মেয়েদের রক্ষার জন্য বোরখা ইত্যাদির দরকার, ওরা আফগান ও বেদুইন মনোভাবের লোকজন, ওরা আমাদের সমাজের স্বাভাবিক জীবনের উপর তাদের বেকুবীকে চাপিয়ে দিচ্ছে। যেসব মেয়ে বোরখা পরে, ওরা স্বাভাবিক জীবনের অধিকারী কখনো হবে না, ওরা সমাজে স্বাভাবিকভাবে কখনো জীবন যাপন করতে পারবে না; ওদেরকে ইউনিভার্সিটিতে পড়ানো মানে সময় ও সম্পদের অপচয়, ওরা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার সংস্কৃতিতে জীবন যাপন করুক।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫৪