আমাদের শাসনতন্ত্র লেখার (১৯৭২ সাল ) জন্য শেখ সাহেব কয়েকজন শিক্ষিত ব্যক্তিকে ভার দেন, এদের প্রধান ছিলেন ড: কামাল হোসেন। তখন ড: কামাল ছিলেন লন্ডন থেকে পাশ করা তরুণ কর্পোরেট আইনবিদ। শাসনতন্ত্র লেখার জন্য শেখ সাহেব ৪টি মুলমন্ত্র ধরিয়ে দেন: গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র।
শেখ সাহেব যেই ৪টি মুলমন্ত্র ধরিয়ে দেন, সেগুলো উনার একার ছিলো না, সেগুলো ছিলো তখনকার মানুষের ( '৭১এর জেনারেশন ) মনোভাবের প্রতিফলন; এই ৪টার মাঝে, এখনকার জেনারেশন কোন ২'টিকে পছন্দ করে না বলে আপনার মনে হয়? আমার ধারণা, এখনকার বাংগালীরা ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র'কে পছন্দ করেন না।
উপরের ৪টি স্তম্ভের মাঝে 'সমাজতন্ত্র" কি কারণে রাখা হয়েছিলো? সমাজতন্ত্র রাখা হয়েছিলো, আমাদের সমাজের মাঝে যেন অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি না'হয়, দুরূহ শ্রেণীর সৃষ্টি না'হয়। এবং সমাজতন্ত্র মানুষের নাগরিক অধিকারকে অর্থনৈতিকভাবে সমুন্নত রাখে। তা'হলে শেখ সাহবের ভাবনা খারাপ ছিলো না!
আপনি নিজে কি সমাজতন্ত্র পছন্দ করেন, নাকি ক্যাপিটেলিজম পছন্দ করেন?
আজকে সমাজতান্ত্রিক দেশেগুলোতে যা কিছু ঘটুক না কেন, তারা সব শিশুকে পড়ালেখা শিখায়েছে, কোন শিশু পারিবারিক কারণে শিক্ষা থেকে বন্চিত হয়নি। আমি আপনাদের একটা বিষয়ে গ্যারান্টি দিতে পারবো যে, সমাজতন্ত্রের ভালো সময়ে, যেকোন সমাজতন্ত্রিক দেশের ১২'শ শ্রেণীর ছাত্রের শিক্ষার মান বাংলাদেশের ব্যাচেলর ডিগ্রি পাশ করা ছাত্রের চেয়ে উপরে ছিলো।
জেনারেল জিয়া, বেগম জিয়া, এরশাদ কি সমাজতান্ত্রিক ছিলো? শেখ সাহেব শাসনতন্ত্রে সামাজতন্ত্র যোগ করে গেলেন, উনার মেয়ে কি সমাজতন্ত্রে বিশ্বাস করেন? আপনি কি সমাজতন্ত্রে বিশ্বাস করেন? আওয়ামী লীগ কি সমাজতন্ত্রে বিশ্বাস করে?
আমাদের শিক্ষামন্ত্রী কি শেখ সাহেবের নীতিতে বিশ্বা করেন? আমাদের ব্যুরোক্রেটরা কি শেখ সাহেবের নীতিতে বিশ্বাস করেন? আমাদের পিএম'এর অর্থনৈতিক এডভাইজার ( দরবেশ ) কি শেখ সাহেবের সমাজতন্ত্রে বিশ্বাস করে? ৩য় বিশ্বের সবদেশের ব্যুরোক্রেটরা মানুষকে পড়ালেখার জন্য টাকা দেয়না, কিন্তু ঋণখেলাপিদের টাকা দেয়; সমাজতন্ত্রে ইহার সমাধান ছিলো।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৬