তৃতীয় বিশ্বের অর্থনীতি যেভাবে কাজ করে, ইহাকে স্হিতিশীল রাখার জন্য সরকারের নিজস্ব সম্পদ থাকতে হয়; না'থাকলে, সরকারের আয়ের স্হিতিশীলতা থাকার কথা নয়। আমি বাংলাদেশ সরকারের স্হায়ী সম্পত্তি ও সম্পদের পরিমান জানি না; ব্লগের সরকারী কর্মচারীরা যতটুকু জানেন, জানাবেন।
আমার জানা মতে, ১৯৭২ সালে সরকারের হাতে ১২ লক্ষ একর জমি ছিলো, বেশ পরিমাণ পরিত্যক্ত সম্পত্তিও ছিলো; এখন কি পরিমাণ জমি আছে?
সরকারের নিম্নলিখিত ব্যবসা ( সম্পদ ) ও সম্পত্তি আছে: চট্টগ্রাম ও খুলনা পোর্ট, কয়েকটি জাহাজ, জ্বালানী তেলের ব্যবসা, কয়েকটি সার কারখান, বিদ্যুত উৎপাদন কেন্দ্র ও ব্যবসা, গ্যাস ফিল্ড ও ব্যবসা, বাংলাদেশে বিমান ও এয়ারপোর্টগুলো, রেলওয়ে ও রেললাইন, হাইওয়ে ও ব্রীজগুলো, অনেক নদী, বংগোপসাগর, শহর ও গ্রামের রাস্তা, পার্লেমন্ট ও সরকারী অফিসগুলো, ৪/৫টি ব্যাংক, কয়েকটি হাসপাতাল, ৪৪টি ইউনিভার্সিট, অনেকগুলো স্কুল ও কিছু কলেজ, কেন্টনমেন্টগুলো, পিলখানা।
এগুলোর মাঝে কোন কোন সম্পত্তি ও ব্যবসা লাভজনক, কোনগুলো অলাভজনক? সরকার বাজেটের আয়ের কত অংশ নিজস্ব ব্যবসা ও সম্পত্তি থেকে আসে?
১৮/১৯ কোটী মানুষের ছোট দেশের সরকারের কাছে কি প্রয়োজনীয় পরিমাণ সম্পদ, ব্যবসা ও সম্পত্তি আছে? আমাদের মতো অর্থনীতিতে সরকারী সম্পদের পরিমাণ বাড়ানোর দরকার আছে, নাকি কিছু পরিমাণ ব্যবসাবাণিজ্য, সম্পত্তির প্রাইভেটাইজেশান দরকার?
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:১১