**** আমার ব্লগিং-ষ্ট্যাটাস এখন "সেইফ", এডমিন সাহেবকে অনেক ধন্যবাদ। অন্যদের লেখায় ফিডব্যাক দেয়ার জন্য আমার কমেন্ট করার ক্ষমতা দরকার। ****
আমার মুল চাকুরীর সাথে, প্রবাসে আমি আজীবন পার্ট-টাইম শিক্ষকতা করেছি; আমেরিকায় সর্বশেষবার শিক্ষকতা করার সময়, অনেক বেশী ছাত্রকে A দেয়ার কারণে ফ্যাকাল্টি ডীনের ( ভারতীয় ) সাথে তর্ক হওয়ায় আর শিক্ষকতা করিনি; নিজে ফ্রি টিউটরিং ক্লাশ চালিয়ে ৩ হাজারের মতো বাংগালীকে চাকুরী পাবার কোর্স করায়েছি। আমার ক্লাশ দেখার জন্য ব্লগার এলিয়ানা সিম্পসন নাকি এসেছিলেন ছদ্মবেশে।
বাংলাদেশে চাকুরীর সময়, একবার শিক্ষকতার ১টা সুযোগ এসেছিলো; যারা আমার সময়ে গ্রেজুয়েশন করেছে, তাদের জন্য চাকুরী খুঁজেছি। একবার, ৩ জন ছাত্রের চাকুরীর জন্য আমাদের এমপি'র অফিসে ( ব্যবসায়িক) গিয়ে ২ ঘন্টা বসেছিলাম, উনি কোকাকোলা খাওয়াছিলেন; কিন্তু দেখা করেননি। আমার সামনে দিয়ে অফিস থেকে বেরিয়ে যাবার সময়, আমি উনার সামনে গিয়ে দাঁড়ালাম; উনি আমাকে বললেন,
-শোন, এটা আমার ব্যবসা, ইহা রেডক্রস নয়।
তিনি আমার বড় ভাইয়ের ক্লাশমেট ছিলেন ও আমাকে চিনতেন।
আমার ১ ছাত্র বললো,
-স্যার, আপনি আমাদের জন্য অপমানিত হচ্ছেন।
-আমি উনার কাছে ভিক্ষা চাচ্ছি না, তোমাদের জন্য চাকুরী চাচ্ছি; আগামী নির্বাচনে উনি আমাদের গ্রামে যেতে লজ্জা পাবেন।
ব্লগিং থেকে স্পষ্টভাবে পরিস্কার যে, আমাদের ছাত্ররা সভ্যতার এই সময়ে, অনেক দেশের ছাত্রদের তুলনায় ও প্রয়োজনের তুলনায় পড়ালেখা খুবই কম করছে, বড় অংশ লিলিপুটিয়ান। পরীক্ষার সময় তাদেরকে পাঠ্যবই সরবরাহ করলে, ৩ ঘন্টা সময়ে, এদের একটা বড় অংশ সঠিকভাবে সব উত্তর খুঁজে বের করতে পারবে না। বর্তমান জেনরেশনের ছাত্ররা কিভাবে বুঝবে পারবে তাদেরকে কি নিয়ে আন্দোলন করা উচিত?
ছাত্রদের কাছে একটা বিষয় পরিস্কার যে, গ্রেজুয়েশন করার পর, ৬০/৭০ ভাগের চাকুরী প্রথম বছর হবে না; ইহার সমাধান চেয়ে তারা "কোটা বাতিল আন্দোলন"এ নেমেছে; কিন্তু ইহা কি আসল সমাধান?
সমাধান হচ্ছে, "সরকারকে প্ল্যান করে চাকুরী সৃষ্টি করতে হবে"; আমাদের ছাত্রদের যেই সামাজিক অবস্হান এদের কথা শেখ হাসিনা শুনবেন না, এবং ছাত্ররা উনার সাথে কথা বলার প্রসেস জানেন না, এবং কথা বলার মত বুদ্ধিমানও নয়; এই অবস্হায়, আন্দোলনটা শিক্ষকদের থেকে আসার দরকার।