আজ রাতে, ট্রাম্প ও কমলার মাঝে ডিবেইট!
দেশের সর্বোচ্চ পদের চাকুরীটার জন্য ৩য় বিশ্বে ডিবেইট হয় না; ফলে, বাংলাদেশের মানুষ কঠিন রাজনৈতিক ডিবেইট দেখার সুযোগ কখনো পাননি। আজকের জরীপে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা শতকরা ৪৮ ভাগ, কমলার সম্ভাবনা ৪৭ ভাগ; ভোটের আরো ৫৫ দিন বাকী। কালকে ভোরে অনেকগুলো জরীপ বের হবে; ডিবেইটের পর, জরীপের ফলাফল বদলে যাবে। ১ ডিবেইটের ফলে, বাইডেন প্রার্থীতা হারেয়েছেন।
আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি, কমলা জয়ী হোক; আমার আড্ডার বেশীরভাগ চায়, ট্রাম্প জয়ী হোক! আমার ধারণা, ড: উইনুসকে আমেরিকা আমাদের অস্হায়ী সরকার প্রধান করেছে।
আমি যাদের সাথে আড্ডা দিই, সেখানে ৪ জন বিএনপি'র মানুষ, ৪ জনই বিবিধ সময়ের দল ও সরকারের অংশ ছিলো; আমরা বাকী ২ জন আওয়ামী লীগ সাপোর্টার, কেহ দলের বা সরকারের কিছুতে ছিলাম না। যদি কমলা নির্বাচিত হয়, ড: ইউনুসকে সাহায্য করবে; কিন্তু ট্রাম্প জয়ী হলে, সে ড: ইউনুস কিংবা বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবে না; তখন চাইলে "কোমলমতিরা" ড: ইউনুসকে ১ লাথি মেরে সরিয়ে দেবে। ইহা আমাদের জাতির জন্য কেয়ামতের সমান হবে।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫