**** আমার পোষ্ট সামনের পাতায় যাচ্ছে না ****
ট্রাম্পের আচরণ বাংগালীদের মতো, অসততা তাকে গ্রাস করেছে; সে ডিবেইটে হ্যারিসের ব্যক্তিত্বের কাছে পরাজিত হয়েছে; মুল বিষয়ে ২ জনই ফেইল করেছে। এখন সে আরেকটি ডিবেইটে যেতে যায়। এদিকে হ্যারিসও বুঝতে পেরেছে যে, তার জিনে থাকা ভারতীয় আচরণের কারণে অনেক আমেরিকান বিরক্ত হয়েছে; সে সেটা থেকে বের হওয়ার জন্য আরেকটি ডিবেইটে যেতে চায়।
ডিবেইটের সবচেয়ে গুরুত্বপুর্ণ প্রশ্ন ছিলো ১নং প্রশ্নটি; প্রশ্ন ছিলো, "গত সাড়ে ৩ বছরে আমেরিকানরা আগের চেয়ে ভালো থেকেছে, নাকি ভালো থাকেনি?"
হ্যারিস বেকুবী করে, প্রশ্নটার সরাসরি উত্তর দেয়নি; আমেরিকানরা সরাসরি উত্তর জানতে চায়; ফলে, এখনো কিছু ইনডেপেনডেন্ট ভোটার কমলাকে নিয়ে অনিশ্চিত। কমলা যখন পরে তার ডিবেইট দেখেছে, তখন ভুল বুঝতে পেরেছে; সে ২য় ডিবেইট চায়।
ট্রাম্প মানুষের সামনে বলছে যে, আরেকটি ডিবেইটে যাবে না; কিন্তু আমেরিকানরা জনাে যে, তারা উভয়ে, উভয়কে ডিবেইটে পরাজিত করার জন্য আরেকটি ডিবেইটে যেতে চায়।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪