**** আমার পোষ্ট যদি আপনাকে নতুন কিছু ভাবনা/তথ্য দিয়ে থাকে, পোষ্টে লাইক দিবেন, ধন্যবাদ।****
আমার মনে হচ্ছে, ইহা ট্রাম্পের ক্রিমিনাল সহযোগীদের কাজ; তার প্রতি সহমর্মিতা বাড়ানোর জন্য ১টি ক্রিমিনাল প্রক্রিয়া মাত্র।
আজকে (০৯/১৫/২৪ ) বিকালবেলা, ফ্লোরিডায় গলফ খেলার সময়, রায়ান রাউথ নামে এক আমেরিকান নাকি ট্রাম্পকে হত্যা করার জন্য পজিশন নিয়েছিলো গলফ-কোর্সের ভেতরের জংগলে। ট্রাম্পের পাহারায় নিযুক্ত সিক্রেট সার্ভিসের লোকজন নাকি রায়ানকে জংগলের মাঝে কালাসনিকভ রাইফেলসহ দেখতে পায়।
সিক্রেট সার্ভিসের লোকজন নাকি রায়ানকে দেখার পর, রায়ান জংগল থেকে বের হয়ে গাড়ী চালয়ে পালিয়ে যাচ্ছিলো। পালিয়ে যাবার সময় স্হানীয় পুলিশ তাকে ধরে ফেলে।
পেনসিলভানিয়া রাজ্যে ট্রাম্পকে হর্যার চেষ্টা করার পর, তার জনপ্রিয়তা বেশ বেড়ে গিয়েছলো; গত কয়েক সপ্তাহে কমলা ট্রাম্পের অবস্হানকে বেশ শক্তভাবে আক্রমণ করেছে। ইহা ট্রাম্প ও তার ক্রিমিনাল সহযোগীদের বেশ ভাবিয়ে তুলেছে।
আমার মনে হচ্ছে, ইহা ট্রাম্পের ক্রিমিনাল সহযোগীদের কাজ; তার প্রতি সহমর্মিতা বাড়ানোর প্রক্রিয়া মাত্র' তারাই এই বোকা লোকটিকে কোনভাবে এই কাজটি ধরায়ে দিয়েছে।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৮