পদ্মাসেতুর ফাইন্যান্স নিয়ে বিশ্ব ব্যাংকের অভিযোগের পর, (এপ্রিল, ২০১২ ) শেখ হাসিনা যেই উত্তর দিয়েছিলেন, ("বিশ্ব ব্যাংক তো টাকা দেয়নি এখনো, টাকা নিয়ে দুর্নীতি হলো কি করে?" ) তখনই আমি বুঝেছিলেম যে, শেখ হাসিনার সরকার দেশকে ভুল পথে নিয়ে যাবে। সেটা লিখতে গিয়ে আমি ২টি ব্লগ থেকে ব্যান খেয়েছিলাম।
এবারের আন্দোলনে শেখ হাসিনা ও উনার সরকারের পতন হয়েছে; ইহা সঠিক হয়েছে। কিন্তু দেশ যাদের কন্ট্রোলে গেছে, ইহা আসলে অনেক বেশী ভয়ংকর কাজ হয়েছে; দেশ মুক্ত হয়নি, দেশ নতুন বলয়ে প্রবেশ করেছে, যেই বলয়ে আছে আছে পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন, ইরান, লেবানন, ফিলিস্তিন।
এবারের আন্দোলনের শুরুতে আমি নুরার সময়ের আন্দোলনের ডিজাইন দেখেছিলাম; আমার মনে হচ্ছিলো যে, নুরার আন্দোলন (২০১৮) ছিলো এবারের আন্দোলনের প্রোটোটাইপ।
এবারের আ্দোলনকে ড: ইউনুস "বিপ্লব" বলেছেন; আমি বিপ্লবের কোন প্যাটার্ণ দেখিনি এই আন্দোলনে; ইহা ছিলো শেখ হাসিনা ও উনার সরকারের পতন ঘটানো; তবে, ইহার পেছনে যারা আছে, তারা আমাদের দেশে "সাংস্কৃতিক বিপ্লব" ঘটাবে সময়ের সাথে।
৫ই আগষ্টের পর থেকে শুনে আসছি যে, "নতুন বাংলাদেশ" হয়েছে, "নতুন মুক্তিযোদ্ধা" আছে, "নতুন রাজাকারও" আছে। ব্লগে নতুন মুক্তিযোদ্ধা আছেন অনেকেই; এরা ১৯৭১ সালের বুদ্ধিজীবিদের মতো মুক্তিযোদ্ধা। এরা আমার ব্যান চেয়ে আসছেন কোমমতিদের আন্দোলনের শুরু থেকেই। সামুটিমেও নতুন মুক্তিযোদ্ধারা আছেন বলে মনে হয়, আমি সেমিব্যানে আছি।
আমি নতুন মুক্তিযোদ্ধা ইত্যাদি শব্দগুলো ভালোবাসি না; আমি এদের ভুল দাবিও মানি না; আমি চাই সোস্যাল মিডিয়ার প্রিভিলীজ হিসেবে আমাকে সকল ব্যান ও সেমিব্যান থেকে মুক্তি দেয়া হোক।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭