ড: ইউনুসের ১ম বদনাম হলো, তিনি 'সুদখোর'; ধর্মীয় কোন লোকজন ইহা পছন্দ করে না; যারা উনার সংস্হা থেকে ঋণ নিয়েছে, তারাও উনাকে সুদের কারণে পছন্দ করে না; ধর্মীয়দের মাঝে যারা বাংলাদেশ সরকারের 'বন্ড' কিনে সুদ থেকে আয় করে পরিবার চলায়, তারাও উনাকে সুদখোর হিসেবে অপছন্দ করে।
দেশের শিক্ষিত লোকজন, ব্যুরোক্রেটরা, কুটনীতিবিদরা , সবাই জানেন যে, তিনি আমেরিকার সরকার ও কিছু পরিচিত পরিবারের সাথে যুক্ত; বাাংগালীরা অনেক কারণে আমেরিকা-বিরোধী; ফলে, ড: ইউনুস চরিত্রটা বাংগালীদের কাছে অনেকটা আমেরিকার "অনুচর"এর মতো।
রাজনৈতিক দলদের কাছে তিনি "সুবিধাবাদী" হিসেবে পরিচিত; ২০০৭ সালে, মিলিটারী ক্ষমতা নেয়ার পর, যখন বেগম জিয়া ও শেখ হাসিনা কারাগারে, তখন তিনি দল গঠন করতে চেয়েছিেলন। তিনি টেলনরের সাথে জয়েন্ট ভেন্চার করে জাতির ভয়ংকর ক্ষতি করেছিলেন।
এসব কারণে, মানুষ উনাকে সন্দেহ করেন। এবার শুরুতে উনাকে নিয়ে অনেক উৎসাহ ছিলো;এখন উহাতে ভয়ংকর ভাটা পড়েছে। আমেরিকানরাও উনার পারফরমেস নিয়ে হতাশ। জাতির কপালে দু:খ আছে।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:০৯