শেখ হাসিনা আওয়ামী লীগকে রাজনৈতিক দল থেকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করার ফলে, দেশে প্রশাসনিক এনার্খীর সৃষ্টি হয়েছিলো, সঠিক নির্বাচন (গণতন্ত্র ) বিলুপ্ত হওয়ায় মানুষ শেখ হাসিনার সরকারের পতন চাচ্ছিলো। শেখ হাসিনার সরকারের পতন হয়েছে; তবে, যাদের হাতে পতন হয়েছে, উহাও বিশাল সমস্যার জন্ম দিবে।
সরকার পতনের আন্দোলনের লোকজন "নতুন বাংলাদেশ", "নতুন স্বাধীনতা" ও "নতুন মুক্তিযোদ্ধা"র মতো কিছু শব্দমালারও জন্ম দিয়েছে, যেগুলো বড় ধরণের বিতর্কের জন্ম দেয়ার সম্ভাবনা ছিলো। তবে, এই শব্দগুলো টিকবে না, মানুষের কাছে এগুলোর স্হান হবে না; সেটাই ঘটছে বলে মনে হচ্ছে; ১ মাসের ভেতরেই ব্লগে এসব শব্দের ব্যবহার কমে গেছে দ্রুত-গতিতে।
মুক্তিযোদ্ধারা জীবনের শেষের দিকে এসে সামান্য যেটুকু সাপোর্ট পাছ্ছিলেন, সেটা কিন্তু শেখ হাসিনার কারণে পাচ্ছিলেন। এজন্য জামাত-শিবির-হেফাজত ও বিএনপি'র লোকজন মুক্তিযোদ্ধাদের ভালো চোখে দেখেনি কোন সময়।
শেখ হাসিনার অপশাসনের সাথে মুক্তিযোদ্ধাদের কোন সংযোগ নেই; কিন্তু আন্দোলনের শুরুতে "মুক্তিযোদ্ধা কোটা" শব্দটা ব্যবহার করা হয়েছিলো; এতে মুক্তিযোদ্ধারা অস্বস্তিকর পরিস্হিতির মাঝে ছিলেন। আবার মুক্তিযোদ্ধাদের একমাত্র সাপোর্টার, শেখ হাসিনার লজ্জাজনক পতনের ফলে, মুক্তিযোদ্ধারা অক্সিজেনহীন অবস্হায় আছেন।
এই পরিস্হিতিতে, "নতুন বাংলাদেশ", "নতুন স্বাধীনতা" ও "নতুন মুক্তিযোদ্ধা" শব্দগুলো মুক্তিযোদ্ধারাও তাঁদের পরিবার কিভাবে হজম করছেন?
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৮