****আপডেট: মনে হয়, কোন মিসাইল ইসরায়েল অবধি আসেনি, পথেই সেগুলোকে ধ্ংস করা হয়েছে ****
ইরান ইসরায়েলকে টার্গেট করে শ'খানেক মিসাইল ছেড়েছে কিছুক্ষণ আগে; এখনো মিসাইল ভুমিতে পড়েনি। ইসরায়েল ইহার জন্য প্রস্তুত আছে। শুধু প্রস্তুতি নয়, ওরা ইরানের এটোমিক সেন্টার আক্রমণ করবে।
নেতানিয়াহু মানসিকভাবে অসুস্হ কিনা বলা মুশকিল; তবে, বাইডেনের কথা অমান্য করে লেবানন আক্রমণ করে দড় হাজারের মতো লেবাননীকে হত্যা করেছে, যারা কোনভাবে ইসরায়েলের বিপক্ষে কিছুই করছে না; তাদের অপরাধ হলো, তাদের বাড়ীঘর এলাকা হিজবুল্লার দখলকৃত এলাকায়।
নাসারুল্লার জন্য বিশ্বের কারো ১ পায়সার করুণাও নেই; সেই পরিস্হিতিতে নাসারুল্লাহ ও হিজবুল্লার জন্য মিসাইল পাঠানো আত্মহত্যার সমান।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ ভোর ৬:১৬