ব্লগে আমি অনেক অনেক বড়বড় থিংক-ট্যাংকদের একটি অতি সন্মানজনক বাক্য পড়ে, রেগেমেগে একটি গালি দিতাম, "আপনি একজন বড় লিলিপুটিয়ান"। বাক্যটা ছিলো, "মুক্তিযোদ্ধারা কিছুই চাননি ( ভাতা, ছাতা, মাথা)"! দেশের গরীবের ছেলেগুলো দেশ স্বাধীন করেছিলেন, আর ওঁদেরকে খাওয়ানোর দায়িত্ব ছিলো আল্লাহ'তায়ালার; বড়মিয়া ওঁদের জন্য আকাশ থেকে সুজি ফেলবেন, যেভাবে তিনি ফেলেছিলেন মুসা নবী(আ: ) ও উনার জল্লাদ সাগরেদদের জন্য।
বাংলাদেশে গরীবের ছেলেদের জন্য মেজবানী বাড়ীতেও কিছু থাকে না; শেখ, জিয়া, এরশাদ, বেগম জিয়া, এই দেশের সাহসী সন্তানদের কিছুই দেয়নি, সামান্য চাকুরীও দেয়নি।
শেখ, জিয়া, এরশাদ, বেগম জিয়ার সময় কয়েক হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিলো।
শেখ হাসিনা তাঁদেরকে বৃদ্ধ বয়সে সামান্য ভাতা ( আমার মতে অসন্মানজনক সাহায্য ) দিয়েছিলেন। কমবুদ্ধিমান হওয়ার কারণে পেনশন দেয়ার কথা ভাবেননি, দিয়েছিলেন ভাতা। দু:খের বিষয়, উনার দেয়া ভাতাতে বড় ভাগ বসায়েছিলো "ভুয়ারা"; বিএনপি ও আওয়ামী লীগ ২ লাখ ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করেছিলো। ভুয়াদের থেকে কিছু বাদ টাদ পড়েও দেড়লাখের বেশী ভুয়া আজও ভাতা সংগ্রহ করছে।
ড: ইউনুসের সরকার ভাতা দিচ্ছেন নাকি? উনার কোমলমতিরা তো ইহার বিপক্ষে আছে।
শেখ হাসিনা সামান্য কিছু বড় কাজ করেছিলেন: শেখ হত্যার বিচার ও বড় বড় মাথার রাজাকারদের বিচার; কিন্তু যোগ বিয়োগ করলে দেখা যায় যে, দেশটাকে ডুবায়ে দিয়েছেন; কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে উনি সবচেয়ে বড় বাংগালী।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ ভোর ৬:১৪