শুভ জন্মদিন, ছড়ার রাজা শহিদুল ইসলাম প্রামানিক ভাই!
আমার ছড়া লেখার জগতে আগমন প্রামানিক ভাইয়ের লেখা ছড়া পড়েই! তাই, তাঁর জন্মদিনে তাঁর লেখা 'আজব কানা' অবলম্বনে এই ছায়া-ছড়া- 'উড়ালপুরের রাজপুত্র'!

উড়ালপুরের রাজপুত্র,
দিনে স্বপন দেখে।
বলে না সে কোন কিছু,
মুখ বুজে যে শিখে!
সাপের চোখে পাতা দেখে,
হাতির দেখে পা।
ঘোড়ার ডিম দেখে বলে,
ওটা কিনতে ঝাপা।
ব্যাঙের ছাতাও হয় যে রঙ্গিন,
সেই পুত্রের চোখে।
কেঁচো'র... বাকিটুকু পড়ুন








