somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র

০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামুতে লেখা পড়ছি দশ বছরের বেশি সময় ধরে। বিভিন্ন সময় অনেক গল্প অনেক বেশি ভাল লেগেছে, তাই তারায় চেপে নিয়ে গিয়েছিলাম আমার ব্লগ সিন্দুকে।প্রিয় পোস্টে সংখ্যা পাচশ ছাড়িয়েছে অনেক আগেই। তাই বিষয়ভিত্তিক প্রিয় পোস্ট দেয়ার কথা ভেবেছিলাম অনেক আগেই। সেই লক্ষ্য পূরনেই প্রথম উদ্যোগ ছিলঃ সামুতে আমার পড়া সেরা সব গল্পের সংকলন।

পোস্টটা দিয়েছিলাম প্রায় বছর চারেক আগে।তখন ইচ্ছা করেই এই পোস্টে কোন ভৌতিক গল্প যোগ করিনি। ইচ্ছা ছিল ভৌতিক গল্প নিয়ে আলাদা পোস্ট দেব। নানান ব্যস্ততা আর আমার নিজের অলসতা- এই পোস্টটা দিতে অনেক দেরী হয়ে গেল।

ইংরেজী সাহিত্য বলি আর হলিউডের নাটক-সিনেমার কথাই বলি- হরর বা সুপারন্যাচারাল বেশ জনপ্রিয় জনরা। দুঃখজনক হলেও আমাদের সাহিত্য আর মিডিয়া-দুই জায়গাতেই এই ক্যাটাগরীটা বেশ অবহেলিত। ব্লগও এর ব্যতিক্রম নয়। তাই সামুতে কালে কালে অনেক জনপ্রিয় গল্পকারের আবির্ভাব হলেও ভৌতিক গল্পের লেখক তেমন আসেননি।

ভৌতিক গল্পের লেখক কম। স্বাভাবিকভাবেই গল্পের সংখ্যাও কম। তবে চরম দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে সামুর এই স্বল্প সংখ্যক গল্প নিয়ে সংকলন পোস্ট করেছেন মাত্র একজন। ব্লগার রেজোয়ানা। ২০১১ সালে তিনি পোস্ট করেছিলেনঃ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন

এই পোস্টের পর আরো ছয় বছর পেরিয়ে গেছে। সামুতে আরো কিছু নতুন ভূতের গল্প এসেছে। সেই গল্পগুলোকে এক পোস্টে আনার চেষ্টা এখন পর্যন্ত কেউ করেনি। আজকে আমি করলাম।সাথে দুটো গুরুত্বপূর্ণ বিষয়।

১. ব্লগার রেজোয়ানার পোস্টে উল্লেখিত অধিকাংশ গল্পের লিংকই এই পোস্টে পাবেন। ব্লগার রেজোয়ানা এখন আর ব্লগে স্ক্রিয় না থাকায় এবং তিনি আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে না থাকায় তার কাছ থেকে অনুমতি নেয়া সম্ভব হয়নি। সেজন্য তার কাছে দুঃখ প্রকাশ করছি।

২. দাবি করছি না ব্লগে প্রকাশিত প্রতিটি ভৌতিক গল্পই আমি পড়েছি। তাই পোস্টে উল্লেখিত গল্পের বাইরে আরো গল্প থাকলে লিংক দিয়ে যেতে পারেন। পোস্টে যোগ করে দেব।

তাহলে শুরু করা যাক।



যেহেতু এটা আমার সবচেয়ে পছন্দের ভৌতিক গল্পগুলোর সংকলন আর একজন লেখকের কাছে তার নিজের লেখার চেয়ে প্রিয় আর কি হতে পারে? সুতরাং পোস্টে সবার আগে আসবে ব্লগার আমি তুমি আমরা'র লেখা পিশাচ কাহিনীগুলো ;)
১। খোলা দরজা
২। শয়তানের পাল্লায়
৩। রক্তখেকো ডাইনী
৪। কন্ঠ
৫। অতিথি
৬। একটি ফটোগ্রাফ
৭। আমাদের নতুন পুরানো ঘর
৮। রাতের আঁধারে



আমার কথা বাদ দেই।সামুতে ভূতের গল্পের লিস্ট করলে সবার আগে আসবে ব্লগার ভূতের আড্ডা 'র কথা। নাম শুনেই বুঝতে পারছেন তার ব্লগে প্রচুর ভূতের গল্প পাওয়া যাবে। তার লেখা কিছু ভৌতিক গল্পঃ
১। ভয়
২।কোব্বালা
৩।চক্র
৪।মিসির আলি



ভূতের গল্পের লিস্ট হবে আর তাতে ইমন জুবায়ের ভাইয়ের নাম থাকবে না- তা কোনভাবেই হতে পারে না।অনেকগুলো ভূতের গল্প লিখছেন তিনি। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য গল্পঃ
১।অশরীরী
২।সে
৩।প্রতিশোধ
৪।তাহলে কে এসেছিল
৫।মোহনার দ্বিতীয় জীবন
৬।ওরা
৭।গর্জনিয়ার উড়ন্ত লামা ও অলৌকিক নীলশঙ্খ
৮।মধ্যরাতের অতিথি
৯।ছায়া
১০।ধূপ
১১।বুনো শিয়ালের টিলা
১২।আমি শাহাজাদা
১৩।গোলাপ ফুলের ঘ্রান
১৪।আফসানা
১৫।শিরিন
১৬।সতরই জুলাই



ভূতের গল্পের ক্ষেত্রে আরেকটি বিখ্যাত নাম ইউনুস খান। নিজের ভূত বিষয়ক সবগুলো পোস্ট একসাথে করে একটা পোস্ট দিয়েছিলেন তিনি। খুঁজতে গিয়ে ওই পোস্টের বাইরে তার আরো একটি ভৌতিক গল্প পেলাম।
১।সবাইকে রইলো ভূত মেলায় নেমন্ত্রণ
২।ভূত খেকো মজিদ আর আমার অন্তহীন এগিয়ে যাওয়া



ভূতের আড্ডা আর ইমন জুবায়েরের গল্পে এসেছে ভূত-প্রেত এমনকি জ্বিনও। তবে এসবের বাইরে গিয়ে ভ্যাম্পায়ার-ড্রাকুলা-হ্যালোইন ইত্যাদি নিয়ে যিনি লিখেছেন তিনি ব্লগার টিনটিন।তার লেখাগুলো পড়লে মনে হয় যেন কোন পশ্চিমা লেখকের গল্প পড়ছি। এককালে রহস্য পত্রিকায় লিখতেন বলে শুনেছি। তার লেখা বেশ কিছু উল্লেখযোগ্য গল্পঃ
১।হ্যালোইনের রাত (একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ পিশাচ কাহিনী)
২।আস্তিক - একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ পিশাচ কাহিনী
৩।মধ্যরাতে কঙ্কালের সাথে। (একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ রম্য-হরর গল্প)
৪।কালো যাদু - একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ পিশাচ কাহিনী
৫।মাঝরাতে, ভুতের অবিশ্বাসের চক্করে
৫।রানী তোমানের মূর্তি (একখন্ডে সমাপ্ত সম্পূর্ণ ফ্যান্টাসি-হরর গল্প)
৬।আমার জীবনে প্রায়ই ঘটে, এমন কিছু ঘটনা। অনেকেই যেগুলোকে আধি-ভৌতিক ঘটনা হিসেবে ধরে নেয়।



বিদেশী পটভূমি থেকে দেশের পটভূমিতে ফিরে আসি। এবার যে ব্লগারের কথা বলব তার নাম নষ্টকবি। নামে হতে পারেন নষ্ট, পেশায় হতে পারেন আর্কিটেক্ট, তবে ভৌতিক গল্প তিনি লেখেন চমতকার।যতদূর মনে বইমেলায় তার নিশিমিয়া নামে ভৌতিক গল্পের সংকলনও বের হয়েছিল।তাহলে দেখে নিন তার লেখা সব ভৌতিক গল্পঃ
১।পুঁথি
২।শেষ রাতের ট্রেন
৩।পরিবর্তন
৪।সিংহাসন
৫।লাশের অভিনেতা
৬।লাশ
৭।আজরাইল
৮।প্রতিশোধ
৯।পৌনপুনিক
১০।ফোঁড়া



এছাড়াও ব্লগার মিলটন তার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে একটি স্মৃতিকথা টাইপ সিরিজ লিখেছেন। মোট তিনটি পর্ব আমি খুঁজে পেয়েছি।
তো ঘুরে আসা যাক সেখান থেকে।
১।আমার অমীমাংসিত রহস্যগুলো -১
২।আমার অমীমাংসিত রহস্যগুলো -২
৩।আমার অমীমাংসিত রহস্যগুলো -৩



তো এবার আসা যাক ব্লগার আপুদের ব্যাপারে। ভৌতিক গল্পের কথা বললেই সামুতে সবার আগে যে আপুর নাম আসবে তিনি ব্লগার ত্রিনিত্রি। কোন এক বইমেলায় ভৌতিকতা নামে তার একটি বই বেরিয়েছিল। বইটা কিনেছিলাম, গল্পগুলো ভাল লেগেছিল। ভেবেছিলাম একটা রিভিউ লিখব, শেষ পর্যন্ত অলসতার জন্য আর লেখা হয়নি।তার উল্লেখযোগ্য ভৌতিক গল্পসমূহঃ
১।অভিশপ্ত আয়না
২।রাজকান্দির আতংক
৩।রুম নাম্বার ২১৩
৪।একটি আধিভৌতিক গল্প
৫।আতংক
আতংক গল্পটা যতটা ভৌতিক, তারচেয়ে অনেক বেশি সাইকোলজিকাল থ্রিলার। তারপরও গল্পটা লিস্টে রাখলাম বেশ ভাল লেগেছিল বলে।



ব্লগার আপুদের কথা যেহেতু আসলই, তাহলে আর ব্লগার রোদেশী-ই বা বাদ যাবেন কেন? আসুন তাহলে এক নজরে দেখে নেই তার লেখা ভৌতিক গল্পসমূহঃ
১।প্রতিশোধ (ভৌতিক গল্প)
২।ভয় (অনুলিখিত হরর কাহিনি)
৩।যুক্তিহীন সত্য ঘটনা-২
৪।কটকার খাল (ভৌতিক গল্প)
৫।আমার বন্ধু রিয়ান
৬।সূর্যালোক (ভৌতিক কাহিনি)
৭।জানাযা (ভৌতিক গল্প)



এবার আসি ব্লগার নীল বেদনার কথায়। খুব বেশিদিন ব্লগে ছিলেন না। উনার সাথে তেমন কোন ইন্টারেকশান হয়েছে বলেও মনে পড়ছে না। তার ব্লগে যে কয়টা হরর গল্প খুঁজে পেলামঃ
১।আমার জীবনে ভৌতিক অভিজ্ঞতা।
২।চিলেকোঠার ছাদ (ভৌতিক গল্প)
৩।লাল চোখ (ভৌতিক গল্প)
৪।ভাড়া বাড়ী (ভৌতিক গল্প)



নীলবেদনার পর এবার আমরা চলে যাব ব্লগার নিথর শিহাব শ্রাবণের ব্লগে। ভালবাসার গল্প পেজের বদৌলতে তিনি এমনিতেই পরিচিত, তবে সামহোয়্যার ইন ব্লগেও তার একটি নিক আছে। তার লেখা উল্লেখযোগ্য গল্পঃ
১।চতুরঙ্গ
২।আধিয়ার
৩।অমীমাংসিত



এতক্ষণ যাদের কথা বললাম তারা কেউই আর একটিভ ব্লগিং করেন না (আমি ছাড়া)। এখনো যারা ব্লগে একটিভ আছেন তাদের মধ্যে ভৌতিক গল্প লেখায় সবচেয়ে এগিয়ে রাখব ব্লগার অপু তানভীরকে। শাবকী দেবী গল্প পড়েই বুঝেছিলাম আগামীতেও তার কাছ থেকে ভাল কিছু ভৌতিক গল্প পাওয়া যেতে পারে। বর্তমানে রাফায়েল নামক একটি চরিত্র নিয়ে তিনি তার ভূতের গল্পগুলো লিখছেন। তার লেখা উল্লেখযোগ্য ভূতের গল্পসমূহঃ
১।শাবকী দেবী
২।ডাইনি নিনা
৩।জুংগা
৪।দ্য গার্ল উইথ দ্য ব্লু ঈগল
৫।অভিশপ্ত চোখ
৬।মিরিনার প্রেম
৭।নরকের মেয়ে
৮।অশুভ ডিল
৯।ইশানা
১০।নেকড়ের ডাক



একটিভ ব্লগারদের মধ্যে ভৌতিক গল্প লিখে যাছহেন এরকম আরেকজন হলেন ব্লগার প্রামানিক। সহব্লগাররা তাকে মূলত ছন্দের জাদুকর হিসেবে চিনলেও তার লেখা ভূতের গল্পগুলোও চমৎকার। তার লেখা ভৌতিক গল্পসমূহঃ
১।কালো কুকুর
২।বড়ই গাছের ভুত



এছাড়াও বহু ব্লগার আছেন যারা অন্তত একটি করে ভূতের গল্প লিখেছেন। সেইসব গল্প আর গল্পগুলোর লেখকদের নাম নিচে উল্লেখ করে দিলামঃ
নিয়তি-দ্যা আহমেদ মামুন
হরর গল্পঃ যাত্রী-মন থেকে বলি
ভৌতিক গল্প : ভয়-শহিদুল ইসলাম
ভৌতিক গল্পঃ জলদীঘির দেও-সন্ধ্যা প্রদীপ
ভূতের গল্প-মঞ্জুর চৌধুরী
মায়া নেকড়ে (হরর গল্প)-তিমুর
ভয়াল রাত (হরর গল্প)-অতৃপ্ত অনুভূতি !
একটা ভুতের গল্প-মন ভাল না
ভূতের কবলে (১৮ - গল্প)-সিজানুর রহমান
হঠাৎ মৃত্যু; অতঃপর মৃতজীবন-ইমরান নিলয়
একলা যাপন (হরর গল্প)-শ্লোগান০০৭
কিম্ভুত সেই ভূত (ছোটো গল্প)-স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা
এইটা একটা ভুতের গল্প হতে পারতো!!-আকাশচুরি
মরণের ওপারে - ১-রমিত
আঁধার বিলাস-লিপিকার
থ্রিলার/ অতিপ্রাকৃত গল্পঃ পুনরুত্থান-পুলহ
একটি ভয়ঙ্কর ভুতের গল্প!-ফারহুম
রুমনের ভুতের গল্প !!!-শ।মসীর
ভুতের গল্প-মুক্ত মানব
পিশাচ গল্প, কিছু সত্যি, কিছু কল্পনা-জুন



সবশেষে ভূত নিয়ে ব্লগার ম্যাভেরিকের একটি গবেষণামূলক প্রবন্ধঃ বাংলার ভূত-পেত্নী



হার্ট শক্ত করুন, বেশি করে ভৌতিক গল্প লিখুন-পড়ুন-শেয়ার করুন।
হ্যাপি ভৌতিকতা।
ধন্যবাদ।



=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সামু সম্পর্কে আরো জানার জন্য পড়ুনঃ

পর্ব ১ঃ সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট
পর্ব ২ঃ সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট
পর্ব ৩ঃ সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন
পর্ব ৪ঃ সামু ব্লগের সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট এবং এসব পোষ্ট লেখা ইউনিক ব্লগারগন
পর্ব ৫ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট
পর্ব ৬ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী পঠিত পোস্ট
পর্ব ৭ঃ সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব
পর্ব ৮ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব ব্লগার
পর্ব ৯ঃ সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট
পর্ব ১০ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্ট
পর্ব ১১ঃ বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট
পর্ব ১২ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব সিরিজ
পর্ব ১৩ঃ সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো
পর্ব-১৪ঃ ছবি ব্লগঃ গত দশ বছরে সামু ব্লগের বিবর্তন
পর্ব-১৫ঃ সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র
পর্ব-১৬ঃ সামুর সেইসব বিখ্যাত স্ক্রীনশট ও আমার বক্তব্য
পর্ব-১৭ঃ সামুর ইতিহাসে ট্রল করতে ব্যবহৃত সেরা সব ডায়লগ ও কমেন্ট
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

×