মায়া
স্যুট পড়ে বসে থাকাটা আমার কাছে একধরনের শাস্তি মনে হয়। যদিও স্যুট পরার অভ্যাস বাধ্য হয়ে করতে হয়েছে। নিজেকে ফুলবাবু বানিয়ে রাখাটাকে খুবই বিরক্ত লাগে। টাইয়ের নটটাকে একটু ঢিলে করতে ইচ্ছা করছে। গলার কাছে হাত নিতেই আব্বা খুক করে কেশে উঠলেন। আব্বার চেহারার দিকে তাকিয়ে চিন্তাটা বাদ দিতে বাধ্য হলাম।... বাকিটুকু পড়ুন
