আমি মৃত্যু নিয়ে কোন আলাপ শুনতে চাই না।
আমি ব্রুকলীনের বাংগালী পাড়ার মুল এলাকার রাস্তার মোড়ে ( চার্চ-ম্যাকডোনাল্ডের কোণায় ) গ্রীনলাইটের অপেক্ষা করছি; অন্য পাশ থেকে মসজিদের সভাপতি হাশেম সাহেব আমার নাম ধরে ডাক দিলেন; আমি... ...বাকিটুকু পড়ুন
১.
বিয়ের সময় বাপ ভাইয়ের থেকে আশীর্বাদ, গায়ে হলুদ, বিয়ে,বৌভাত থেকে শুরু করে প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিংয়ের নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিবো।বলবো,টাকা দাও।প্রীত রেজাকে দিয়ে ভিডিও বানাবো,চারু ডায়েরী থেকে বিয়ের এস্থেটিক ভিডিও বানিয়ে অনলাইনে ভাইরাল হয়ে যাবো।এছাড়া ও জীবনে বিয়ে তো একবার ই করবো তাই না?মায়ের,বউমনির স্বর্ণালংকার বিক্রি করে হলেও টাকা দাও।আমি তো ঘরের ছোট ছেলে।এইটুকু আবদার তো করতেই পারি।আর ভিডিওতে তো তোমাদেরও দেখাবে।সাক্ষাৎকার নিবে।সবাই বলবে বরের ফ্যামিলিও তো দারুণ!
বাজেটে চাপ থাকলে দুটো মানুষ না হয় কম ই নেমন্তন্ন করলে।দাদার বৌভাতে তো দেখলেই কতো খাওয়া বেঁচে গেলো।খরচ কমাতে না হয় শুধু মুরগীর মাংশই করলে?খাসি না হয় বাদ ই... ...বাকিটুকু পড়ুন