কিছুদিন আগে ব্লু মাউন্টেইন বোটানিক্যাল রেইনফরেস্ট ওয়াকে গিয়েছিলাম । মাথা নষ্ট করা সুন্দর । পাহাড়ের মাঝে এলোমেলো পথ, আকাশ ছোঁয়া বিশালাকার গাছ, সামনে সবুজ বনানী আর চারদিকে রঙের মেলা । জায়গাটা ঘুরে দেখার মধ্যেই ছিল ভালোলাগা, তারপরও অল্প কিছু যা ছবি নিয়েছি সেটা শেয়ার করছি ।
এই ফুলের ছবিব্লগ পোষ্টটি করার সময় মনে হচ্ছে অন্যকারো প্রপার্টিতে ট্রেসপাসিং করছি । বোঝাই যাচ্ছে কার কথা বলছি , হ্যাঁ এই পোষ্টটা উৎসর্গ করছি প্রিয় ব্লগার মরুভূমির জলদস্যু ওরফে পাগলাকে ।
শেষ করছি প্রিয় একটি গান দিয়ে, যারা ফিউশন লাইক করে তাদের জন্য ।
ভোকালে আছে সুইডিশ Arash & Helena ।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:০৪