টানা বৃষ্টির মধ্যে মরিচের দাম বেড়ে হয়েছে ৪০০ টাকা কেজি । অন্যদিকে ফার্মের মুরগির এক পিছ ডিমের দাম বেড়ে হয়েছে ১৫ টাকা।শুধু মরিচ নয়, বাজারে অন্যান্য সবজির দামও বেড়েছে। বেড়েছে ডিম ও মুরগীর দামও । যাইহোক দ্রব্যমূল্য উর্ধগতির বিষয়ে আসুন দেখি বর্তমান সরকার কি বলছে -
বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের দায়িত্বে থাকা যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলাম বলছেন, ''বর্ষা-বন্যার কারণে দাম হয়ত কিছুটা বাড়তো। কিন্তু যেভাবে বাড়ানো হয়েছে সেটা কারসাজি।'' আশা করছি টাস্কফোর্সের মনিটরিং শুরু হলে এর সুফল পাওয়া যাবে।
একটু সময় লাগলেও বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সাংবাদিকদের তিনি জানিয়েছেন যে , মূল্যস্ফীতি অফিসিয়ালি ১ শতাংশ কমেছে। মূল্যস্ফীতি মোটামুটি এস্কর্টিং (থামাতে) করতে পেরেছি। এখন কমানোর ব্যাপারে একটু সময় লাগবে। আমরা কিছু ডিসিশন দিয়েছি। তেলের ওপর ডিউটি (শুল্ক) কমিয়েছি। আজ চিনির ওপর ডিউটি কমিয়ে দেওয়া হলো। সব ক্ষেত্রে ভঙ্গুর অবস্থা স্বাভাবিক করতে শুরু থেকেই হিমশিম খাচ্ছে সরকার।
মুল সমস্যা হচ্ছে সরকার নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিলেও বাজারে এর প্রতিফলন নেই। কিছু কিছু পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। এই অবস্থায় বাজার পরিস্থিতি সামাল দিতে জেলায় জেলায় টাস্কফোর্স গঠন করেছে সরকার। আশা করা যায় যে, ধীরে ধীরে এই টাস্কফোর্সের মাধ্যমে বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হবে সরকার। https://dailyinqilab.com/national/news/693160
উপরে যে ছবিটা দিয়েছি সেটা ২০২৩ এর জুলাই মাসে যখন কাঁচা মরিচের দাম বেড়ে হয়েছিল ১২০০ টাকা। আসুন দেখি সে সময়ের সরকার কি বলেছিলেন । বাজারে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে বাড়তি খরচ কমাতে কাঁচা মরিচ গুড়ো করে ও পেঁয়াজের কুচি রোদে শুকিয়ে ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।‘আগে থেকে সংরক্ষণ করে রাখা কাঁচা মরিচের গুঁড়ো ও শুকানো পেঁয়াজ ব্যবহার করলে খরচ হবে না বাড়তি টাকা। রান্নার সময় তরকারিতে প্রয়োজনমত ব্যবহার করা যাবে কাঁচা মরিচের গুঁড়ো কিংবা শুকনো পেঁয়াজের কুচি।’ সুত্র ঃ view this link
জিনিস পত্রের দাম বাড়লেই সাবেক প্রধানমন্ত্রীর নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে বাজার সিন্ডিকেটদের আরো উৎসাহ দেয়াটা রেওয়াজ হয়ে দাড়িয়েছিল । এই রেওয়াজ ভেঙ্গে যাওয়াতে অনেকেরই হা হুতাশ বেড়ে গেছে। এরাই মুলত বর্তমান সরকারের পান থেকে চুন খসলেই তাকে কাটগড়ায় দাড় করিয়ে দিচ্ছে !! উদ্দেশ্য একটাই। পুরানো চাঁদাবাজি, ডাকাতি , সরকারের সরাসরি সহযোগিতায় সিন্ডিকেটবাজির দিনগুলো ফিরিয়ে আনা।
তথ্য সুত্র ঃ যুগান্তর, ইনকিলাব
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭