আজকে সময় হয়েছে, আমেরিকান দুতাবাসের সামনে গিয়ে বলার, "তোরা চলে যা, ট্রাম্পের অধীনে ভালো থাক, আমরা যেভাবে পারি নিজের দেশ নিজেরা গড়বো। চলে যাবার আগে তোদের পাকী কমান্ডোদের সরায়ে নেয়, আমাদের সেনাবাহিনীকে পকেট থেকে বের করে দেয়; দেশ আমাদের!"
আমাদের জাতির বয়স ৫৪ বছর হলো, আমাদের সরকার নেই; আমেরিকান এম্বেসী ও আমাদের সেনাবাহিনী আমাদের জন্য স্বাধীনতার বিপক্ষের লোকদের ও ৫/৬ জন পাকী কমান্ডোর সমন্বয়ে ১টি পংগু ও নৈরাজ্যবাদী সরকার গঠন করে দিয়েছে! এরা নাকি আমাদের জন্য "নতুন স্বাধীনতা" এনেছে, এরা আমাদের চালাবে? এদের তো পাকিস্তানে থাকার কথা!
আমেরিকা চালাতে বারাক ওবামা ও জার্মানী চালাতে মার্কেল হিমশিম খাচ্ছিলেন; আমাদের পরাজিতদের বগশধর জল্লাদেরা আমাদেরকে চালাবে? ইয়েমেন ও লেবাননও চলছে!
আমি এই ব্লগে লিখেছিলাম কিনা "কোমলমতিরা আমাদের সংকস্কৃতি বদলায়ে দেবে"? আমাদের সংবিধান নাকি "মুজিব সংবিধান"? আমাদের পতাকা নাকি বদলাতে হবে? আমাদের জাতীয় সংগীত নাকি বদলাতে হবে? অপেক্ষা কর, তোমাদের চেহারা বদলায়ে যাবে।
আমরা পাকিদের পরাজিত করেছিলাম, এবার আমরা পাকি কমান্ডোদের ভয়ে মাটির নীচে কেন?
মনে আছে, কারা বাংগালী হয়েও এই পতাকার বিপক্ষে, এই জাতীয় সংগীতের বিপক্ষে যুদ্ধ করে আমাদের বিপুল পরিমাণ মানুষ হত্যা করে, ৯ মাসের যুদ্ধে পরাজিত হয়ে পাকিস্তানে পালিয়েছিলো? পাকিস্তানী কমান্ডোরা অনেকদিন থেকে পার্বত্য চট্টগ্রামে আমাদের জাতীয় বিশ্বাসঘতকদের ট্রেনিং দিয়ে, জলাদ বানিয়ে আমাদের জাতিক ওদের জাতির মত বানায়েছে!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩২