আপনি বাংলাদেশে বাস করে, দেশের চলমান রাজনৈতিক ঘটনাপ্রবাহকে কি সঠিকভাবে বুঝতেছেন, কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো, কাহারা দেশ প্রতিষ্ঠা করেছেন, কাহারা কি কারণে ইহার বিরোধীতা করেছিলো, ইহা ঠিক মতো বুঝেন?
শেখকে কাহারা কি কারণে হত্যা করেছিলো, জিয়া কি করে ক্ষমতায় এলো, এরশাদ কি করে ক্ষমতায় এলো, বেগম জিয়াকে কাহারা ক্ষমতায় আনলো, ইহা কি আপনার কাছে পরিস্কার?
শেখ হাসিনা কিভাবে আওয়ামী লীগের সভাপতি থেকে গেলেন ৪৪ বছর, ইহা আপনার মাথায় ঢোকে? শেখ হাসিনা দেশ চালনার জন্য উপযুক্ত নন জেনেও আওয়ামী লীগের লোকজন কেন উনাকেই ( ভারতে থাকাকালীন সময়ে ) আওয়ামী লীগের সভাপতি করলো?
জুলাই আন্দোলনটা কি জামাত-শিবির করেছে, নাকি অন্য কেহ করেছে? জুলাই আন্দোলন শুরু হওয়ার আগে আমাদের মিলিটারী সম্পর্কে আপনার কি ধারণা ছিলো, আপনার ধারণা কি সঠিক ছিলো?
ভেবে দেখেন, আপনি দেশের রাজনীতি নিয়ে যতটুকু ভাবেন ও বুঝেন, তা ব্লগে লেখার মতো আত্মবিশ্বাস আপনার আছে? বেশীরভাগ রাজনৈতিক পোষ্টে কেন মন্তব্য নেই? সামনের পাতায় অনেক রাজনৈতিক পোষ্ট কেন ২/১টি মন্তব্য পায়? আপনার রাজনৈতিক পোষ্ট পড়ে যদি না'হল তরাকরী বা মোহাম্মদ মুসা আপনাকে বাহবা দেন, আপনি কি খুশী হবেন?
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১০