অবৈধ যানবাহন বাংলাদেশে অনেক বেশি। এরমধ্যে অটোরিকশা অন্যতম। তাদের কারণে সড়কে অনেক দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
গত বছরের ১৫ ডিসেম্বর ব্যাটারিচালিত ৪০ লাখ ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
বাস্তবে এর কোন প্রতিফলন আজও দেখা মেলেনি।
যাহোক, মটর চালিত ভ্যান বা ইজিবাইক আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করেছে।
সমস্যা একজায়গায়, সেটি হলো এর অধিকাংশ ড্রাইভার, ড্রাইভিংয়ের নূন্যতম কোন নিয়ম কানুন বোঝেনা।
আর এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারি সংস্থা একেবারেই উদাসীন। হতে পারে টুপাইস পাই তাই দেখেও দেখেনা।
এখন রাষ্ট্রযন্ত্রের কাছে প্রশ্ন এই সমস্যাগুলো কে দেখবে। আর জনগণের জানমালের নিরাপত্তা কে দেবে??!!!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৬