বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে। মাঝে মাঝে আমি কোনো কারণ ছাড়াই বেশ আনন্দ ও আগ্রহ নিয়ে এগুলি পড়ি। ছাত্র অবস্থাতেও পড়তাম, কোনো নম্বর পাওয়ার আশা না করেই পড়তাম। হঠাত করেই কপাল নিয়ে এমন অনেকগুলি চোখে পড়ে গেলো। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।
যদিও এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।
বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।
প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।
তাহলে দেখে নেই কপাল নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।
০১। কপালগুণে গোপাল ঠাকুর - ভাগ্য ভালো থাকলে অযোগ্য ব্যক্তিও বড়ো হয়।
০২। কপালগুণে গোপাল মেলে - দুর্ভাগ্যবশত অপদার্থ সন্তান হওয়া।
০৩। কপাল ছাড়া গতি নাই - ভাগ্য ভিন্ন গতি নাই।
০৪। কপাল ছাড়া পথ নাই - ভাগ্য ভিন্ন গতি নাই।
০৫। কপাল ভাঙ্গলে জোড়া লাগে না - মন্দভাগ্য পালটায় না; একবার ভাগ্য অপ্রসন্ন হলে সহজে উন্নতি হয় না।
০৬। কপাল ভালো তো সব ভালো - সৌভাগ্য থাকলে যাতে হাত দেবে তাই সফল হবে।
০৭। কপালমূলং খলু সর্বদুঃখম - কপালই সব দুঃখের মূলকারণ।
০৮। কপাল সঙ্গে সঙ্গে যায় - যা হবার তা হবে; অভাগার কোথাও সুখ লেখা নেই।
০৯। কপাল সাথে সাথে ফেরে - যা হবার তা হবে; অভাগার কোথাও সুখ লেখা নেই।
১০। কপালে তোর নেইকো ঘি, ঠকঠকালে হবে কি? - ভাগ্যে না থাকলে শত চেষ্টাতেও লাভ হয় না।
১১। কপাল বিগুণ যার কপালে আগুন তার - ভাগ্য খারাপ হলে কোনো কাজেই ফল হয় না।
১২। কপাল যদি মন্দ হয় দূব্বা ক্ষেতে বাঘের ভয় - ভাগ্য খারাপ হলে অহেতুক বিপদে পরতে হয়।
১৩। কপালের লিখন যায় না খণ্ডন - ভাগ্যে যা আছে তা ঘটবেই; ভাগ্যে ভোগান্তি থাকলে ভুগতেই হয় ।
১৪। কপাল চাপড়ান - আফসোস করা; ভাগ্যের দোহাই দেওয়া।
১৫। কপাল টনটনে - মন্দভাগ্য।
১৬। কপাল ঠুকে নামা - ফলের আশা ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কাজে নেমে পড়া।
১৭। কপাল ঠুকে লাগা - ফলের আশা ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কাজে নেমে পড়া।
১৮। কপাল ঠোকা - সাফল্য পাওয়ার জন্য দৈবের কাছে মাথা খোঁড়া।
১৯। কপাল দোষ - মন্দভাগ্য, ভাগ্য প্রতিকূল।
২০। কপাল পোড়া - ভাগ্য প্রতিকূল হওয়া।
২১। কপাল ভাঙ্গা - ভাগ্য প্রতিকূল হওয়া।
২২। কপাল ফাটা - ভাগ্য প্রতিকূল হওয়া।
২৩। কপাল ফেরা - সৌভাগ্য লাভ।
২৪। কপালে লোক - ভাগ্যবান।
২৫। কপালে আগুন - দুরদৃষ্ট।
২৬। কপালের গেরো - কুগ্রহ।
২৭। কপালের ফের - ভাগ্যবিড়ম্বনা।
২৮। কপালের ভোগ - ভাগ্যবিড়ম্বনা।
২৯। কপালের লিখন - অদৃষ্টলিপি, ভবিতব্য।
৩০। কপাল ফেরা - অবস্থার উন্নতি হওয়া।
৩১। কপাল করে আসা - ভাগ্যবান লোক।
৩২। কপাল কাটা - অদৃষ্ট মন্দ হওয়া।
৩৩। কপাল গুণে - সৌভাগ্যক্রমে।
৩৪। কপাল জোরে - সৌভাগ্যক্রমে।
৩৫। কপালও খুঁজলান, সেলামও করেন -
৩৬। কপাল থুয়ে পাছায় চন্দন -
৩৭। কপাল যার নড়া দশা, কুবুদ্ধি হয় সব্বনার্শা -
৩৮। কপালে আছে বাঁদী, সুখের লাগি কাঁদি -
৩৯। কপালে ভাত পাইনা, মাছ ভাজার লাগি কাঁদি -
৪০। কপালে আছে বিয়ে, কাঁদলে হবে কি -
৪১। কপালে ছিটে ফোঁটা, তুম্ব ঝুলি হাতে, মাইরি দিদি তোমার মাথা খাই, কিছু নাইকো তাতে।
৪২। কপালগুণে গোপাল তাঁতী, যত নায়ক সব ফোগলা দাঁতী -
৪৩। কপালে থাকলে গু, কাকেও এনে দেয় -
৪৪। কপালে থাকলে শাক বেয়েও গু আসে -
৪৫। কপালে থাকলে বাপের ঘরেও ছেলে হয় -
৪৬। কপালে দীর্ঘ ফোঁটা, দর্শনী চোদ্দ টাকা -
৪৭। কপালে না থাকলে, দেখি টেকোটা পড়ে ভাঙে টেকি -
৪৮। কপালে নেই সুখ, বিধাতা বিমুখ -
৪৯। কপালে যদি জুটলাে ভাত, আলুনা ব্যঞ্জন ছেড়া পাত -
৫০। কপালে যার মৃত্যু লেখা, তার ঘরে বাঘ দেয় দেখা -
৫১। আমি যাই বঙ্গে, কপাল যায় সঙ্গে -
=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
ব্যাসবাক্য সহ কতিপয় সমাস
আধুনিক বাক্য সংকোচন
নতুন শব্দার্থ
নতুন বিপরীত শব্দার্থ
অ তে অজগর, A for Apple
প পদ্য.....
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২
প্রবাদ-প্রবচনে "অতি"
এ-পলাশ সে-পলাশ নহে
বিবাহ বিভ্রাট
বিবাহ বিভ্রাট - ২
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ
শুক্তিবাক্য
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
হট্টবিলাসিনী (১৮+)
ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!
দেখা-দেখি
অন্ধ নিয়ে ২০টি প্রবাদ-প্রবচন
=================================================================
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১:১৮