বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে। মাঝে মাঝে আমি কোনো কারণ ছাড়াই বেশ আনন্দ ও আগ্রহ নিয়ে এগুলি পড়ি। ছাত্র অবস্থাতেও পড়তাম, কোনো নম্বর পাওয়ার আশা না করেই পড়তাম। বেশকিছুদিন আগে চাঁদ নিয়ে ৩৬টি প্রবাদ-প্রবচন দিয়ে ছিলাম সামুতে। পরে চাঁদ নিয়ে আরো ৪৯টি প্রবাদ-প্রবচন চোখে পড়লো। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।
যদিও এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।
বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।
প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।
তাহলে দেখে নেই চাঁদ নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।
০১ । অভাগীর লগনে চাঁদ নাই গগনে।
০২ । অভাগীর লগ্নে, চাঁদ ওঠে দখীণে।
০৩ । দুষ্ট লোকের ঘরেও চাঁদের আলো পড়ে।
০৪ । খাই না খাই আছি ভালো, ভাঙাঘরে চাঁদের আলো।
০৫ । ভাঙ্গাঘরে চাঁদের আলো, যেদিন যায় সেদিন ভালো।
০৬ । কুড়ে ঘরে চাঁদের হাট।
০৭ । আস্তাকুঁড়েও চাঁদের আলো।
০৮ । চার দিনকা চাঁদনী, ফির আঁন্ধেরি রাত।
০৯ । চারদিনকা চাঁদনি, ফের আঁধারে রাত।
১০ । সব দিন নাহি রয় নবীন যুবতী। সব নিশা নহে কভু, পূর্ণ চন্দ্রবতী।
১১ । কলঙ্ক বিনা চাঁদ নাই।
১২ । কণ্টকবিনা কমল নাই, কলঙ্কশূন্য চন্দ্র নাই।
১৩ । বাতাসে পাতিয়া ফঁদ ধরে দিতে পারি চাঁদ।
১৪ । ধান কাঠের মই বেয়ে চাঁদ পেড়ে আনা।
১৫ । যদি আকাশ নামে তবে চাঁদে চড়বো।
১৬ । লাফিয়ে চাঁদ ধরতে চায়।
১৭ । হাথ বাঢ়ায়িলে কি চান্দের লাগ পাই। (হাত বাড়ালেই চাঁদকে স্পর্শ করা যায় না।)
১৮ । পিঠে কুজ চাঁদ দেখার সাধ।
১৯ । সূর্যের আলোয় চাঁদ লুকায়।
২০ । তিনটি জিনিষ বেশিদিন লুকিয়ে থাকে না- চন্দ্র, সূর্য ও সত্য।
২১ । কুকুরের চীৎকারের প্রতি চন্দ্র কর্ণপাত করেন না।
২২ । সহস্র নক্ষত্র কি চন্দ্রের সমান!
২৩ । এক চন্দ্রই যে অন্ধকার দূর করে, সকল তারা মিলেও তা পারে না
২৪ । এক চন্দ্র সহায় যার, শতেক তারায় কি করে তার !
২৫ । ভীষ্ম, দ্রোণ,কর্ণ গেল শল্য হল রথী, চন্দ্র সূর্য অস্ত গেল জোনাকির পাছে বাতি।
২৬ । বাঘ পালাল, বেড়াল এল ধরতে এবার হাতি চন্দ্র সূর্য তারা গেল, জোনাকি ধরে বাতি।
২৭ । নক্ষত্রভূষণং চন্দ্রো নারীণাং ভূষণং পতিঃ।পৃথিবীভূষণং রাজা বিদ্যা সর্বস্য ভূষণম।। (চাণক্য)
অর্থাৎ : চাঁদ তারকাদের অলঙ্কার, স্বামী নারীর অলঙ্কার, রাজা পৃথিবীর অলঙ্কার আর বিদ্যা সকলজনের অলঙ্কার।
২৮ । আম শুনতে জাম শুনেছে, চাঁদ লিখতে ফাঁদ লিখেছে।
২৯ । মিষ্ট কথা বলে কয়ে, আকাশের চাঁদ হাতে দিয়ে, কুমীরকে কলা দেখায়ে ফাকি দিও না গোপাল।
৩০ । দ্বিতীয়ার চাঁদ দেখে, তেঁতুল রইল গাছে বেঁকে।
৩১ । পূর্ণিমার চাঁদ দেখে তেঁতুল হল বঙ্ক।
৩২ । আকাশের চাঁদে আর বানরের ভালে। শ্বেত চামরে আর ঘোড়ার বালে।
৩৩ । ফানুস কখনো চাঁদ হয় না।
৩৪ । সোনার চাঁদ।
৩৫ । চাঁদ কিন্তু সর্বদা গোলাকার নন।
৩৬ । চাঁদেও গেরণ ধরে।
৩৭ । গ্রহণের চাঁদ সবাই দেখে।
৩৮ । আঁধার পরে চাঁদের কলা। কতক কালা কতক ধলা।
৩৯ । জল শুকালে কি করবে বাঁধে, রাত গেলে কি করবে চাঁদে।
৪০ । যেমন নদের চাঁদ, তেমন মুখের ছাদ।
৪১ । বাপ-দাদার নাম নেই, চাঁদ মোল্লার বেয়াই।
৪২ । নাগর-চাঁদের শোয়ার পরিপাটি। দু’পাশে রয়েছে দুই সুপারির আঁটি।
৪৩ । চাঁদ বিহনে আকাশ যেমন, লাগে খালি খালি, শশুরবাড়ি ফাকা লাগে। না থাকলে শালি।
৪৪ । চাঁদপানা ওই মুখটা দেখে আপাসুস হয় খালি, আগে তোমার দেখা পেলে, দিদিই হত শালি।
৪৫ । হোকনা পাঁপড় চাঁদের মতোই গোল, বরের মা তো করবেই শোরগোল।
৪৬ । এক পোলা যার, চাঁদের ঠাকুর তার।
৪৭ । গগনের চাঁদ ভূতলে উদয়।
৪৮ । অর্ধচন্দ্র দেওয়া।
৪৯ । চন্দ্রের জ্যোৎস্নাদানে উঁচু নীচু বিচার নাই।
সূত্র :
বই সমূহ
বাংলা বচনাভিধান - শ্রী অমরেন্দ্রনাথ রায়
বাংলা প্রবাদ (ছড়া ও চলতি কথা) - শ্রী সুশীলকুমার দে
বাংলাদের প্রবাদ - (পত্র ভারতী থেকে প্রকাশিত)
ভারতের নানান ভাষার প্রবাদ - অঞ্জনাভ দত্ত
চাণক্য শতক - রায় বাহাদুর পণ্ডিত ও গোবিনলাল বন্দ্যোপাধ্যায়
কিংবদন্তির খনা ও খনার বচন - পূরবী বসু
মীরার পদাবলী কবিরের দোঁহা চাণক্য শ্লোক খনার বচন ৭০০ প্রবাদ - প্রীতি পাল চৌধূরী
প্রবাদ বচন - শ্রীগোপালদাস চৌধুরী ও অপ্রিয়রঞ্জন সেন
প্রবাদ মালা (২য় খণ্ড) - বাবু রঙ্গো লাল
নূতন বাংলা অভিধান প্রবচন সংগ্রহ -
এবং অন্তর্জাল
বিশেষ ঘোষণা : প্রবাদ-প্রবচনের এই পোস্টগুলি ধারাবাহিকতার ফসল, বিশেষ কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে পোস্ট করা নয়। দয়া করে মন্তব্যে কোনো ব্যক্তি বিশেষের দিকে ইংগিত না করার জন্য অনুরোধ রইলো।
=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
ব্যাসবাক্য সহ কতিপয় সমাস
আধুনিক বাক্য সংকোচন
নতুন শব্দার্থ
নতুন বিপরীত শব্দার্থ
অ তে অজগর, A for Apple
প পদ্য.....
এ-পলাশ সে-পলাশ নহে
বিবাহ বিভ্রাট
বিবাহ বিভ্রাট - ২
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২
ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!
হট্টবিলাসিনী (১৮+)
শুক্তিবাক্য
দেখা-দেখি
প্রবাদ-প্রবচনে "অতি"
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
অন্ধ নিয়ে ২০টি প্রবাদ-প্রবচন
কপাল নিয়ে ৫১টি প্রবাদ-প্রবচন
কুকুর নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে ২৮টি প্রবাদ-প্রবচন
বানর নিয়ে ৬৭টি প্রবাদ-প্রবচন
=================================================================