বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে। মাঝে মাঝে আমি কোনো কারণ ছাড়াই বেশ আনন্দ ও আগ্রহ নিয়ে এগুলি পড়ি। ছাত্র অবস্থাতেও পড়তাম, কোনো নম্বর পাওয়ার আশা না করেই পড়তাম। হঠাত করেই কুকুর নিয়ে এমন অনেকগুলি চোখে পড়ে গেলো। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।
যদিও এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।
বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।
প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।
তাহলে দেখে নেই কুকুর নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।
০১। কুকুর কাঁধে করে শিকার করা।
০২। কুকুর কি জানে তুলসী বন, ঠেঙ তুলে মুততে মন।
০৩। কুকুরকে চায় তেল চাটাতে, কুকুর ধায় কাঁটাকুটাতে।
০৪। কুকুরকে দিলেও পিটে পায়েস, ছাড়ে না তবু গুয়ের আয়েস।
০৫। কুকুর রাজা হলেও জুতা খায়।
০৬। কুকুরকে পিয়ে বসালেও গু খায়।
০৭। কুকুরকে লাই দিলে মাথায় চড়ে।
০৮। কুকুরে প্রশ্রয় দিলে কান্ধে চড়ে।
০৯। কুকুরকে লাই দিলে ঘাড়ে ওঠে।
১০। কুকুরকে লাই দিলে পাতে বসে খায়।
১১। কুকুর মারে ত হাঁড়ি ফেলে না।
১২। কুকুর যখন ডাকে তখন কামড়ায় না।
১৩। যে কুকুর অধিক ডাকে, তার কামড় বড় কম ।
১৪। কুকুর হল শেয়ালের শত্রু, বাঘের শত্রু ফেউ।
১৫। কুকুরে ঘি-ভাত দিলে বমি করে মরে।
১৬। কুকুরের পেটে ঘি সয় না।
১৭। কুকুরের পেটে ঘি হজম না।
১৮। কুকুরে মানুষ কামড়ায়, মানুষে আর কোন কুকুর কামড়ায়।
১৯। কুকুরের ওজর আছে ত চাকুরের ওজর নেই।
২০। কুকুরের কামড় হাঁটুর নীচে।
২১। কুকুরের ঘুম।
২২। কুকুরের বিয়েয় লাখ টাকা খরচ।
২৩। কুকুরের মার আড়াই প্রহর।
২৪। কুকুরের মুগের পথ্যি, কুকুর বলে—কি বিপত্তি।
২৫। কুকুরের লেজ ঘি দিয়ে ডললেও সােজা হয় না।
২৬। কুকুরের লেজ ধরে নদী পারে।
২৭। কুকুর খাবে যজ্ঞের ঘি।
২৮। কুকুরে পীরিত।
২৯। কুকুরের পেট কিছুতেই ভরে না।
৩০। কুকুর মাত্রেই আপন কোটে সিংহ।
৩১। কুকুরের চীৎকারের প্রতি চন্দ্র শ্রুতিপাত করেন না।
৩২। কুকুরের প্রতি হাড় ছুড়িলে তাহার ক্রোধের বিষয় কি?
৩৩। কুকুরের সঙ্গে শয়ন করিলে এটুলিগাত্রে উঠতে হবে।
৩৪। যে কুকুরের মুখে হাড়, তার বন্ধু কোথায়।
৩৫। কুকুর যে বর্ণের হােক, কুকুর ভিন্ন অরার কিছু নহে।
৩৬। কুকুরকে অতিক্রম করিয়া না যাওয়া পর্যন্ত নিষ্ট কথার প্রয়ােজন।
৩৭। কুকুরকে স্নানই করাও আর তাহার লােমই আঁচড়াইয়া দাও, যে কুকুর সেই কুকুরই থাকিবে।
=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
ব্যাসবাক্য সহ কতিপয় সমাস
আধুনিক বাক্য সংকোচন
নতুন শব্দার্থ
নতুন বিপরীত শব্দার্থ
অ তে অজগর, A for Apple
প পদ্য.....
এ-পলাশ সে-পলাশ নহে
বিবাহ বিভ্রাট
বিবাহ বিভ্রাট - ২
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২
ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!
হট্টবিলাসিনী (১৮+)
শুক্তিবাক্য
দেখা-দেখি
প্রবাদ-প্রবচনে "অতি"
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
অন্ধ নিয়ে ২০টি প্রবাদ-প্রবচন
কপাল নিয়ে ৫১টি প্রবাদ-প্রবচন
=================================================================
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১২:১৩