আপনিও পারবেন !
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ১
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ২
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ৩
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ৪
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ৫
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ৬
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ৭
০৯.০৫.১২
ব্যায়াম ছক শিরোনাম এর কারণ আছে । প্রতিদিন তো এমনিতেই সিরিয়াল পোষ্টাই, পোষ্টের ধরন বুঝা কষ্ট , মনে হয় মাকড়োসার জাল । তাই শিরোনাম দিয়ে পোষ্টটির উদ্দেশ্য যথার্থ করা হলে ভাল হয়, মনে করি ।
আজকের ব্যায়াম গতকাল থেকে জুতসই হয় নাই, ছুটি থাকা সত্যেও বরাবরের মত আলসামী । আজ মনে হয় ১ ঘন্টার বেশী ব্যায়ামাই নাই । প্রথমে ১০ মিনিট ঘুরাফেরা
শরীর ব্যথা আজ তেমন বেশী না কিন্তু ম্যাজ ম্যাজ করছে ।
আজ কিছুক্ষণ ভারোত্তল করলাম ৭.৫ কিলো তাতেই আমি ফক্কা
মনে মনে রাগও উঠিল , একলা তো তাই বেটা খেদাইল তাহার পেশী দেখাইয়া । শপথ নিলাম একদিন এইখানে আমিও রাজত্ব করিব সবে তো ৭.৫........ ৫০ নিব একদিন
যাউগ্গা ।
প্রোটিন শেইক বা পাউডার নিব, আর সপ্তাহে ৩ কি ৪ দিন ট্রেনিং করিব গড়ে ৩- ৪ ঘন্টা , আশে পাশের পেশী বহুল কলিগদের আলোচনায় তাই বাহির হইল । সমস্যা হইল আমার ওজন সেই রকম না কমলেও পেশী বাড়বে । অথার্থ অল্প ওজন কমিয়েই কাঙ্খিত চাকিব খান থুক্কু সালমান খানকে পাওয়া যেতে পারে । এতে শরীরে মেদ অল্প কমবে, হার্ট বিট সঠিক অবস্থানে যাবে, ডায়াবেটিস নিয়ন্ত্রত হতে হতে হারিয়ে যেতে পারে !
যারা শুকনা মানুষ তাদের জন্য ব্যাপারটা কষ্টের ও ঝামেলার ! ক্যালোরী, প্রটোটেই, কার্ব হাইড্রেড , পানি নিয়ে আরেক দিন পোষ্টাব ।
তো ছকের ব্যাপারটা হল প্রতিদিন ব্যায়ামে শরীর বিশ্রাম পায় কম, আর বিশ্রাম এর সময় পেশী বিল্ড আপ করে । ব্যায়াম এর সময় নয় কিন্তু
শরীরকে যথা সম্ভব চাপে রাখতে হবে তবে একেবারে তুলার মত চাপও নয় আবার হাতির মত চাপও নয় । স্বাভাবিক সহ্য ক্ষমতা থেকে একটু বেশী । আর ওয়ার্কআউট শেষে পেশীতে ব্যথা থাকা ফরয ।
ব্যায়াম সম্বন্ধে ভ্রান্ত ধারনা অনেকের আছে তা জানানো হবে ধীরে ধীরে ।
ছকটার উপকারীতা হল বিভিন্ন দিনের জন্য বিভিন্ন ব্যায়াম শরীরে প্লান তথা ছক মোতাবেক আপডেট সহায়তা করবে ।
কইতে পারেন হঠাত করে এমন চিন্তা কেন হল ?
জবাব হল , শরীরের বিল্ড আপ এর জন্য প্রয়োজনীয় উপাদান ছত্রভঙ্গভাবে ব্যবহার এর থেকে একদিকে ব্যবহার সবচেয়ে উপযোগী, এইটাই শিক্ষা লাভ করিলাম । যেমন : ১০০ পেলে সমবন্টন করা থেকে কাউকে পুরা ১০০ দেওয়াই লাভ । এতে দ্রুত বিল্ড আপ হবে ।
আর ফাস্ট করতে চাইলে আলাদা উপাদা গ্রহন ছাড়া পথ নাই । যেটা তেমন ভাল নয় ।
আমার শরীর আপাতত ...... ফাইটের জন্য প্রস্তুত মানে এখন শরীরকে চাপ দেওয়ার জন্য প্রস্তুত । আপনারটা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




