আপনিও পারবেন !
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন - ১-১০ ও খাদ্যভাস পরিবর্তন-১ ও কিছু ভ্রান্তি-১
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন ১১-২০
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন -২১
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন -২২
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন -২৩
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন -২৪
আপনিও পারবেন, স্বাস্থ্য দিন -২৫
২২.০৬.১২
আজকের দিনটা মোটামোটি গেল । প্রথমেই ৩০ মি. দৌড় যাতে ৩০০ ক্যালোরী অক্কা পাইছে ।
ওজন: স্ট্যাবলই আছে , তবে সামনে একটু কমতে পারে ।
------------------
যেই কারনে আজকে ব্যায়ামটা জুতসই হয় নাই, কারণটা হইল যে আমার ব্যক্তিগত উকিলকে আজকে রেহাই দিছি ।
তবে প্রচুর টাকা তার পিছে গেছে , বলতে গেলে শুধু শুধুই !
কারও সাথে সমস্যা হইলেই তার কার্ড ধরাইয়ে দিতাম, আর কইতাম কোন কিছু কওয়ার থাকালে আমার ব্যক্তিগত উকিলের লগে গলাবাজি কর ! এইটা শুইনাই অনেকে দুই কদম পিছনে গিয়েছে !
খান না হইতে পারি কিন্তু কম ছিল না টেটনাবাজীতে
১.০.৮.১২ পর্যন্ত তার চুক্তির সীমা তবে টাকা পয়সা সব বুঝিয়ে দিছি ।
----------------
আজকের খাওয়া দাওয়ার মধ্যে একটা নতুনত্ব হল গুলাশ ।
হাঙ্গেরী থেকে অস্ট্রিয়ান সংস্কৃতিতে এই খাবার ঢুকেছে সম্ভবত ।

এটার সাথে আজকে ব্রাউন ব্রেড পিস বা whole wheat bread ও বলে ইংরেজীতে।
আর এইখানে ব্যাপার হল যে গমের দানাকে অনেক বেশী প্রসেস করার হয় সাদা পাউরুটিতে আসার জন্য । আর ব্রাউন পাউরুটি হিসেব এত প্রসেস করা হয় না ।
গমের দানাকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি bran, endosperm and the germ ।
সাদা পাউরুটি রুপান্তরে উপরের ৩ টা উপাদান থেকে মাত্র endosperm উপাদান থেকে তৈরী হয় মানে বাকি দুইটা বাদ যায় । আর সাদা পাউরুটি স্বাদ বেশী ও নরম । তুলনায় ব্রাউট পাউরুটি উল্টা কারণ এত ৩টা উপাদানই থাকে ।
তবে বাহিরে সাদা পাউরুটিতে আলাদাভাবে খনিজ উপাদান ও প্রোটেইন আরও ভিটামিন প্রসেস করে আবার দেয়া হয় ! তবে এটাকে স্বাস্থ্যসম্মত বলা যায় না ।

সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




