প্রিয় কিছু সিনেমার বিশেষ কিছু অংশ মাঝে মাঝে দেখা হয়। এইসব দৃশ্য অনেকসময় ফুয়েল বা টনিক হিসেবেও কাজ করে। আজ এমন কিছু দৃশ্যাবলী ইউটিউবের সৌজন্যে ব্লগে শেয়ার করতে চাই। বলে রাখা উচিত, সামহোয়্যারের অনেক ব্লগারের পোস্ট আমাকে সিনেমা সম্পর্কে শিখিয়েছে, এই মুহূর্তে মনে পড়ছে - দারাশিকো ভাই, নাফিজ ইফতেখার ভাই, কবি ও কাব্য ( বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি সম্পর্কে উনার প্রতিটা পোস্ট মাস্টারপিস) সহ অনেককে।
দীপু নম্বর টু , তারিক-দীপু ও বন্ধুদের রাতের আঁধারের সেই আইকনিক অভিযান। এই সিনেমার আরও অনেক দৃশ্য প্রিয়।
জয় বাবা ফেলুনাথ সিনেমায় মছলীবাবার আসল কীর্তি যখন ফেলুদা দেখে ফেলে !
সোনার কেল্লায় জটায়ুর ইন্ট্রো, সন্তোষ দত্ত ছাড়া আর কাউকে জটায়ু হিসেবে ভালো লাগে না, সৌমিত্র ছাড়া ফেলুদা কল্পনাই করা যায় না। আমার পারসোনালি সব্যসাচীকে ভালো লাগে নাই, কিন্তু ছোটবেলায় ফেলুদাকে চেনা শুরুই টিভিতে সব্যসাচীকে দেখে, গল্পগুলো তখনও পড়ি নি।
এম্পায়ার অব দ্যা সানের এই দৃশ্যটি, ক্রিশ্চিয়ান বেলের ছেলেবেলা! চমৎকার। এই সিনেমার অনেকগুলো দৃশ্য প্রিয়। বিশেষ করে ইন্ট্রো তো অসাধারণ !
গডফাদার ২ সিনেমায় মাইকেল কর্লিওনির বিখ্যাত সিসিলির দৃশ্য। রাস্তায় হাঁটার সময় এপোল্লনিকে প্রথম দেখা এবং মাইকেলের প্রেমে পড়ার দৃশ্য। ব্যাকগ্র্যাউন্ডে নিনো রোটার বিখ্যাত থিম মিউজিক!
রেইন ম্যান সিনেমায় টম ক্রুজ আর ডাস্টিন হফম্যানের এই যুগলবন্দী। পুরো সিনেমাটাই প্রিয়।
ক্যাচ মি ইফ ইউ ক্যানের এই দৃশ্যটি। এই সিনেমার টম হ্যাংকস আর ক্যাপ্রিও এর এই মুহূর্তগুলোও প্রিয় সিনেমাটি আপনাদের কেমন লেগেছে?
ব্লাড ডায়মন্ড সিনেমার এই দৃশ্যটি। আহ ক্যাপ্রিও !
ব্যাক টু দ্যা ফিউচার ট্রিলজির সিনেমার এই দৃশ্যটি আইকনিক।
বিফোর সানসেট সিনেমার এই দৃশ্য। বিফোর ট্রিলজি দেখেছেন ?
দ্যা পিয়ানিস্ট সিনেমার এই দৃশ্যটি আমার বেশ প্রিয়।
এই পছন্দের দৃশ্যগুলো সেসব পছন্দের সিনেমার যেগুলোর যুতসই ক্লিপ ইউটিউবে পাওয়া গেছে। এর বাইরেও অনেক সিনেমার পছন্দের দৃশ্য আছে। যেমন আপনাদের কাছে অজ্ঞাতনামা সিনেমায় ফজলুর রহমান বাবুকে কেমন লেগেছে ? বিশেষ করে নদী পারাপারের দৃশ্যটি ?
শেষ করবো আরও দুটি দৃশ্য জুড়ে দিয়ে। সহব্লগারদের পছন্দের সিনেমার দৃশ্য নিয়েও জানতে চাই।
ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকার এই দৃশ্যটি যতবার দেখি মন ভরে না !
দেয়ার উইল বি ব্লাড আর ড্যানিয়েল ডে লুইস !
জানতে চাওয়া- আপনার পছন্দের বাংলা সিনেমা কোনটি ?
হ্যাপি ব্লগিং !
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৩ দুপুর ২:৫৬